তুমইি মুক্তি তুমইি ম্ুিক্ত, তুমইি ভরসা, তুমইি অবলম্বন তোমারই রূপগুণে আমাদরে জীবন ধারণ সইে র্সূয উদয় থকেে অস্ত সবই তোমার কারণ তোমাকে নয়িইে এই সভ্যতার পথ চলা তোমার ছায়া, শোভা, বচিরণ করে মোদরে শহিরণ তোমার রূপইে সজ্জতি এই গগণ। দনি থকেে দনিান্তে তুমি যাচ্ছ চলে দূরে তোমার পথচলা ভূবণকে করে দচ্ছিে স্থবরি যে দকিে তাকাই, তুমি নইে আগরে মত হয়ত এই সত্যি আমরাই করতছেি তোমাকে গত পারছনিা হয়তো আমরা করতে তোমায় জয় মানবতার র্স্বাথে তোমার শোভাই আজকে চায় তুমি ছাড়া রক্ষা করার কউে মোদরে নাই তুমি আশা, তুমি সম্ভল, তুমইি ভরসা মোদরে তাই তুমইি আমাদরে মুক্ত-ি ও হে প্রকৃত।ি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।