আমাদের কথা খুঁজে নিন

   

তুমিই বললে না!

ইমরোজ

সেদিন গভীর অন্ধরাতে নীরবে বসে তোমার সাথে...কথা বলে নির্জনতা...কথা হলো অন্ধকার। এখানে ভালবাসা...ঘরের ভেতর রুদ্ধদারে, আলোর সমান অন্ধকারে, কথা বলে নির্বাকতা...কথা বলে অকাতরে, এখানে অন্ধকারে...ভালবাসা উপচে পড়ে, তোমার ঠোটে, তোমার বুকে, তোমার পায়ের নূপুর বাজে, এইখানে এক অন্ধকারে...কথা বলে নির্জনতা... তোমার হাতে, তোমার গায়ে তোমার সাথে একান্ততা। সকাল হলে ডাকবো ভোর, রাত হলেই সন্ধ্যা তারা, আমার ভেতর তুমিই আছো, তুমিই থাকবে সারা বেলা। জীবনের শেষে এসে, অবশেষটুকু যখন বাকি... বলেই গেলাম ভালবাসি, তুমিই বললে না। তবু রাত এলে একান্তে বলেই গেলাম ভালবাসি, তুমিই বললে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।