CONNECTION FAILED
দখিনের জানালায় মাথা হেলিয়ে
থেমে থাকা ওই পাহাড় দেখে,
শত হাজার প্রশ্ন ভীড় করেছে
মনের চার দেয়ালটায়
কি করে ভালবাসব তোমায়?
মাত্র কিছুক্ষণ কল্পনার রাজ্যে
অনুভব করেছি তোমায়,
আর তাতেই সমাজের সামাজিক জীবগুলো
শাসন-বাড়নের বেড়ী পরালো পায়!
কি করে ছোঁব তোমায়?
আমি যেনো গর্হিত কোনো পাপে ্লিপ্ত হয়েছি!
তাই দেয়ালের পর দেয়াল,উঁচু থেকে উঁচু করে
নিচু করেছে তোমায়।
কি করে বাঁচব আমি?শিকল পায় আর কতবার
আটকাবে ওরা!আর কত বিচ্ছেদের সাগরে
ডুবিয়ে মারবে,তোমায় আর আমায়!
ওরা কেনো বোঝেনা,
আমি সব দিতে পারবো-পারি,
শুধু তুমি ছাড়া!
মরতে পারব-পারি তুমি থাকলে,
পারবনা বাঁচতে তোমায় ছাড়া!
ওরা কেনো মানেনা,সব ভুলে
সব হারিয়ে,শুধু মন-পবনের
নাও ভাসিয়েছি,এই কঠিন জীবন পটে,
কেউ নেই,কিচ্ছু নেই,
শুধু তুমি ছাড়া।
চোখের ভিতরে বাইরে
শ্বাসে-প্রশ্বাসে
কল্পনায়-বাস্তবে তোমাকেই ঘিরে
এই আমার উপস্থিতি।
ওদের এত্ত রক্তচক্ষু
এত্ত বাঁধার ব্যারিকেড পেরিয়ে,
আমি কি করে তোমায় ছোঁব,
ভালবাসব,তুমিই বলো!!!!!
কবিতা ভালো না লাগলে স্যরি......বিক্ষিপ্ত ছাইপাশ লিখে গেলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।