আমাদের কথা খুঁজে নিন

   

তুমিই রবে



তুমিই রবে পদ্ম পাতায় শিশির জমে ঝরে যাবে কোন এক সময়। সব নদী ভেঙ্গে আবার গড়ে হয়তো বিলিন হয়ে যাবে কোন এক সময় মাটির গর্ভে । ঐ চাঁদ ও জোছনা ছড়াবেনা অনন্তকাল সেও এক সময় হারিয়ে যাবে মহাবিশ্বের কোন নিষ্টুর ব্ল্যাকহোলে । সব গাছ নুয়ে পরবে মাটির বুকে বন্ধ করবে অক্সিজেন উত্‍পাদন এক সময় বিলিন হয়ে যাবে মাটির সীমানায়। আমরাও থাকবোনা এ পৃথিবীর বুকে অনন্তকাল। মাটির বুকে মিশে যাবো পদ্মপাতার শিশিরের মতো একাকী। শুধু তুমিই রবে বুকের ভেতর, হ্নদয় মাঝে। সে ঠাঁই পৃথিবীর অন্তিম সমাপ্তিতেও তা টলবার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।