মৃত্যু
শান্তির পথ। শান্তির ঘুম। হারিয়ে যায় শত অভিমান।
বজ্র
হঠাৎ সাক্ষাত। আকাশের মাটি দেখা।
এক পা, এক পা করে সবাই এগিয়ে যাবে।
শ্রাবণ
কবিতার পাতা। কবির লেখা। শব্দ ধুয়ে যায় অদৃশ্য ঝড়ে।
অসম্মত
আজব তামাশা! বর্ণমালা আজ ফিরে যায়।
অভিশাপ-
ব্যথিত মনে তপ্ত নিঃশ্বাস।
জীবন
সাগরের ক্ষুধা আছে। সাগরের ব্যথা আছে। ভারী মেঘ জানে ব্যথা নিবারণ।
ব্যথা
সৃষ্টির চাহিদা- রঙ তামাসা।
রঙের খোঁজে নিষিদ্ধ পল্লী।
কবি
উদ্ভাবনার টেবিলে যত এলোমেলো ভাবনা। আলো, আঁধার, মন্ত্র, ঐক্য বিনা সূর্য ডুবে।
কুৎসা
তুমি আমি সকলে, সবার অগোচরে ভাইয়ের গোশত খাই!
বন্ধু
পালায় সে দূর থেকে দূরে। চোখের আড়ালে হারিয়ে যাবে।
ভয়
একদিন মাটি পাথর হবে। পাথর ঝরাবে রক্ত, রক্ত পাত্রে তুলে শয়তান গোসল করবে!
প্রতিকূলতা
উপশম নেই। বিশ্বাসের মৃত্যু। রাতের মৃত্যু হলে উড়ে আসে বিনদেশি হাঁস, সবকিছু খেয়ে যায়। রেখে যায় মৃত পালক।
আরোহণ
ফুঁ দিয়ে উড়িয়ে দিই পিঁপড়া। পিঁপড়ার কামড় যন্ত্রণা। সে ও বাঁচতে চায়, থাকতে চায় কানের ভেতরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।