ৃৃৃৃৃ সবটুকু হারানোর ছলে তুরাগ দেহে ভাসিয়ে ছিলাম অবাধ্য খণ্ডিত হৃদয়; খণ্ডিত হৃদয়ে জলের ঢেউ লাগে গুণে গুণে। ঢেউ এর গতি তীব্র থেকে তীব্রতর শেওলা গুলো বিন্দুতে কেন্দ্রী ভুত। নিঃসঙ্গতা মিলায় ধেউএর চোরা বালিতে। সবটুকু হারিয়ে সে তৃপ্ত; অবলীলায় বন্ধ হয় রক্ত ক্ষরণ, অবাধ্য খণ্ডিত হৃদয়ে ...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।