পরিবর্তনের জন্য লেখালেখি
তোমাকে দেখে মেঘেদের গতি ধীর
স্বপ্ন টুকুন তোমার তালুতে স্থির
মোহন আপন গোপন স্রোতসিনী
গহন দহনে নিরলস বিকি কিনি
বাহুতে নবীন পরশে শিথিল কেহ
সমর্পনে নিরব রহিলো দেহ
মৃদু আলাপনে বহিছে ফল্গুধারা
তোমাতে আমাতে ফাল্গুন দিশেহারা
অধীর অধর চাতকী চকোর ক্ষনে
চুপিসারে হারে জয়িতা কুঞ্জবনে
অন্ধ করেছো আলোকিত মোহ রাতে
নিমজ্জনের সংকুল করাঘাতে
কপাটে বাঁধন সতেজে খুলিবে যদি
তৃষিত মরু আজ ভরে হলো নদী
দাও দ্বিধাহীন মত্ত আকুল বন্দী
নাও সীমাহীন নন্দিত প্রেম সন্ধি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।