আমাদের কথা খুঁজে নিন

   

নন্দিত দন্ডগুলো ক'ছত্র ভালোবাসা দিবস

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।

তাহাকে আমারে যে ভালোবাসায় হাসায়; আনে জল চোখে সে জন নারী আমার সোনার প্রতিমা, সব আঁধার দিয়েছে রুখে। ।

২৫/০৫/২০০৫ কবিকথা আমি সঁপে দিবো অশ্রুকণা সকল; স্বেদবিন্দু; প্রাণকণা রাশি রাশি শেকড়ে, সমাধিতে তুমি যেন বৃক্ষ হয়ো , সখা। । ১০/০৩/২০০৭ প্রতীক্ষা আমি মেঘে ঢেকেছি শরীর বধূ, তুমি যেন বৃষ্টি চেয়ো। । ০৯/১০/২০০৪ প্রাত্যহিক শুণ্য, জানতে চেয়েছিলো- "কাকে বলে ভালোবাসা?" গতকাল রেল লাইনের ধারের বস্তিতে খোলা ভ্যানের উপর এক বৃদ্ধা মহিলাকে ততোধিক বৃদ্ধ এক পুরুষের মাথায় উকুন বাছতে দেখেছিলাম।

আমার কাছে এর'চে ভালোবাসার কোন উপযুক্ত সংজ্ঞা নেই। । ১ শ্রাবণ ১৪০৬ জোছনা প্রণয়ে রুদ্ধ যে আলো তাকে জোছনা বলে। । ২৯/১২/২০০৫ প্রসঙ্গক্রমে তবু খরা কাতর পাঁজর এই বলে সাক্ষ্য দেবে জল এলে দু'কূল ছাপিয়ে দাবদাহ আপন মনে হয়।

। ২২ ফাল্গুন ১৪১৩ প্রতীক্ষা - ১৪০ খুলে রেখো যেনো বর্ষাতি অভ্যাস আমি আছি মেঘ ঘনাবার তালে ঢের আছে বাকি আমাদের যৌথ স্নান। । ০৭/০৬/২০০৮ প্রতীক্ষা - ১৪৪ দুঃখ ঝরছে ; তীব্র তীক্ষ বুক বরাবর ঝিরঝিরে; তুমি ও সুখ; এক তরীতে গেছো বুঝি ভেসে বহুদূরে। ।

০৩/০৬/২০০৮ বিলাপ-গাঁথা কেউ পেলো নাতো টের; উচ্ছ্বাস এতো জীবনের এতো আলো এতো ভালোবাসা চখা-চখী মেলা উৎসবে ধীরে চুপে ঝুরে ঝুরে ঝুরে নেমে এসে মিলালো বিলালো একখানি মঠ; বেমালুম। তুমিও পেলেনা টের হায়! তুমিও পেলেনা। । ২৩/০১/২০০৮ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত Patient Lovers by Salvador Dalí)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.