ভাইরে কিছুদিন আগে. আমি একটা ছোট্টগল্প লেখছিলাম মা'র, আদেশ-কালো মেয়ে বিয়ে করতে হবে.
এই লেখাটা লেখার পর আমারে তো একেকজন বর্ণবাদী, পুরুষতান্ত্রিক বলে একবারে ছেড়াবেড়া কইরা দিল, একজন মুখের থুতু আমার গায়ে ও মারতে চাইল,,( মনে হয় গায়ে মারছিল, কথাটা বলতে লজ্জা লাগছে...)
আমার অবস্থা তো ছাইড়া দে মা কাইন্দা বাচিঁ। । । .......
যাক সেইসব দুখময় স্মৃতির কথা........................এটা কোন তান্ত্রিক তা আমি বলতে পারব না... দেখুন আপনারা বলতে পারেন কিনা....
গত শুক্রবার অর্থাৎ ১১-০২-২০১১ ইং তারিখ......সকাল ৮.১২ মিনিটে বাজারে গেলাম সেইভ হবো বলে, এত সকালে যাবার কারন হলো, একটু দেরি করে গেলে সিরিয়াল পাইতে খুবই কষ্ট হয়, প্রায় দুই ঘন্টা দেরি করতে হবে। তাই এত সকালে যাওয়া....।
যাক ভাগ্য ভালো দেখি একজন মাত্র লোক তাও চুল কাটা ও সেইভ হওয়া শেষ পর্যায়।
: সেলুন ম্যান, আমাকে দেখে বলল ভাই কেমন আছেন..
: ভালো.. দেরি হবে
: না ভাই, একটু বসেন হাতের কাজটা শেষ করেই, আপনেকে দেব।
: ::: হাতের কাজ শেষ করে ঐ লোকে কাছ থেকে টাকা নিতে নিতে বলল বসেন ভাই.... আমি চেয়ারে বসতে বসতে ঐ লোক চলে গেল।
; সেলুন ম্যান, আমাকে বলল জানেন ভাই, ঐ লোকের দুইদিন আগে বউ মারা গেছে////
: আমি আশ্চর্য্য বললাম, কি বলো,
: সত্যি ভাই।
: যেলোকের দুইদিন আগে বউ মারা গেল, সেই লোক আজই চুল, দাড়ি কাটব নাকি..........তার কোন ছেলে মেয়ে আছে..
: হ।
তিন চার বছরের একটা ছেলে আছে.....ছেলের চেহারাটা খুবই সুন্দর ভাই,,,,,,,,,,,যেকেউ দেখলে আদর করতে ইচ্ছা করব। ।
; ইস...........শব্দটা মুখ থেকে বের হয়ে গেল...........
: সেলুল ম্যান বলল, সে আবার বিয়া করব..
: কি বলো, বউ মরতে না মরতেই বিয়া...
: হ। ভাই,, সেইজন্যই আজ চুল, দাড়ি কামাইয়া গেল... আজ নাকি কোন জায়গায় মাইয়া দেখতে যাইবে.... বাচ্চা ছেলেটার কথা একটু ও চিন্তা করল না,,, :
: আমার চিন্তা এলো মেলো হয়ে গেল,,, এটা মানুষ কিভাবে পারে....
ঠিক আছে বিয়া করা নাইলে দরকার, কিন্তু বউ মরার দুইদিনের মাথায়..
:: আপনাদের কাছে আমার প্রশ্ন এটি কি তান্ত্রিক..
:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।