আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষতান্ত্রিক ব্যবস্থা ভাঙতে সুরা কাউন্সিলের দারস্থ সৌদি নারীরা

এবার নারী মুক্তির জন্য সুরা কাউন্সিলের দারস্থ হয়েছেন সৌদির নারী আন্দোলনকারীরা। বর্তমান পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মাধ্যমে নারীদের ওপর পুরুষের কর্তৃত্ব অবসানের জন্য আবেদন করেছেন তারা।

নারী আন্দোলনকারী আজিজিয়া ইউসুফ সম্প্রতি সংবাদ মাধ্যমকে বলেন, আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে সুরা পরামর্শমূলক কাউন্সিলের কাছে এই নারী মুক্তির জন্য আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে ইসলামিক আইনের মাধ্যমে নারীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নারীদের ঘরের বাইরে কাজ করার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। অপরদিকে পুরুষ অভিভাবক ছাড়া কোথাও ঘোরার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কোন ধরনের পরিচয়পত্রও পায় না সৌদি নারীরা। তাছাড়া বিশ্বের মধ্যে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর কোন অনুমতি নেই। ২০১৩ সালের অক্টোবরে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার বিষয়ে সুরা কাউন্সিলের তিন নারী অনুমোদন দিলেও পুরুষশাসিত কাউন্সিলের বাকিরা ওই প্রস্তাব বাতিল করে দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.