মশাঃ The Lui (একটি নিয়ম বহির্ভুত ব্লগিয় সনেট) নাকের উপর যখন ছোট্ট মশা এসে বসে, ইচ্ছে করে হাতটি দিয়ে চটকনা দেই কষে। একটু ভেবে থমকে গিয়ে হাতকে বলি দাড়া, লোকে বলে বোচা আমি, নাকটি নয়তো খাড়া। তাই বলে কি রক্ত খাবি ফুটিয়ে দিয়ে হুল, ভদ্র হতে পারি But I am not a fool। ভেবে ভেবে যখন আমি ক্লান্ত হয়ে পরি, মশা বলে “খাওয়া যে শেষ,এবার তবে উড়ি”। উড়তে গিয়ে ডিগবাজি খায়, রক্ত খেয়ে ঢোল, মারতে গিয়ে হাসি যে পায়, হা হা হা LOL ! এখন তবে বল দেখি কেমনে মারি মশা, চুপ থেকো না উপায় বল, বন্ধ কর হাসা। সনেট খানা কেমন হলো, কবি জানতে চায়, হতে পারে ভুলে ভরা, সবই তাহার দায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।