মিরপুরের উইকেট নিয়ে পেসারদের আক্ষেপের শেষ নেই। শুধু স্পিনারদের কথা চিন্তা করে উইকেট তৈরি করা হয় বলে বরাবরই অভিযোগ করে থাকেন পেসাররা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ঘটল উল্টো ঘটনা। স্পিনারদের স্বর্গরাজ্যে বাজিমাত করলেন পেসাররাই। হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে পেসার রুবেল হোসেন তো কিউইদের ব্যাটিং অর্ডার তছনছ করে দিয়েছেনই, আরেক পেসার মাশরাফি বিন মর্তুজাও কিন্তু সফরকারীদের ভিত কাঁপিয়ে দিয়েছেন।
এটা ঠিক যে মাশরাফি কোনো উইকেট পাননি, কিন্তু প্রথম ম্যাচের সবচেয়ে হিসাবি বোলার তো নড়াইল এঙ্প্রেসই। ৬ ওভারে মাত্র ২০ রান দিয়েছেন। দেশসেরা পেসার মাশরাফি প্রথম ওভারটিই করেছেন মেডেন। আর রুবেলের তাণ্ডব তো সবাই দেখেছেনই। মাত্র ২৬ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন, বাংলাদেশকেও এনে দিয়েছেন দারুণ এক জয়।
এর আগে ২০০৬ সালে কেনিয়ার বিরুদ্ধে নাইরোবিতে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। তাই এখন যৌথভাবে মাশরাফির সঙ্গে রুবেলও সেরা বোলিং ফিগারের দাবিদার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের চার ইনিংস মিলে পেসাররা উইকেট পেয়েছিলেন মাত্র দুটি। তাই ওয়ানডে সিরিজের আগে যেন কিছুটা আতঙ্কেই ছিলেন তারা! কিন্তু প্রথম ওয়ানডের পর যেন সব দূর হয়ে গেছে। ছন্দে ফিরেছেন পেসাররা।
স্পিনারদের তুলনায় দুই পেসার মাশরাফি ও রুবেলই ভালো বোলিং করেছেন। মাশরাফি রান দেওয়ার বেলায় ছিলেন বেজায় কৃপণ, আর রুবেল ব্যস্ত ছিলেন উইকেট শিকারে। প্রথম ওয়ানডের উইকেটটি নাকি পেসারদের জন্যই সহায়ক ছিল, গতকাল সে কথাই বললেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, 'উইকেটে স্পিন বল টার্ন করেছি। এখানে স্পিনারদের চেয়ে পেসাররাই বেশি সুবিধা পেয়েছে।
' প্রথম ওয়ানডে জিতে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেলেও দুশ্চিন্তা কিন্তু কমেনি। কেননা মিরপুরের উইকেটের রহস্য যেন এখনো ভেদ করতে পারছেন না ক্রিকেটাররা। এ ছাড়া আবহাওয়ার বিচিত্রতা তো রয়েছেই। সবার ধারণা ছিল, উইকেট সাধারণত স্পিননির্ভরই হবে। আর সে কারণেই মুশফিক মাত্র দুই পেসারকে দলে রেখেছেন।
অথচ শেষ পর্যন্ত পেসাররাই কিক করেছেন। দলের জয়ও এনে দিয়েছেন তারাই। তাই উইকেট যেমনই হোক না কেন তা নিয়ে আর কারো আক্ষেপ নেই। এ ছাড়া পেসাররা ছন্দে ফেরায় মুশফিকের বুকের ওপর থেকে যেন মস্ত এক পাহাড় নেমে গেছে। এর পরেও আজকের ম্যাচে তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা নেই।
দুই পেসার মাশরাফি ও রুবেলকে নিয়ে আগের ম্যাচের একাদশই অটুট রাখবেন মুশফিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।