আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দে ছন্দে সামুর বর্তমান অবস্থা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

সামু আমার বিশাল খাতা হয়না কভু শেষ সামুর সাথে জড়িয়ে আছে সারা বাংলদেশ। সামু আমার খেলার সাথি পড়ার টেবিল সামুর মাঝেই খুজে পেতাম আমার মনের মিল। সামুর মাঝেই গড়ে উঠল কত শত কবি সামুর মাঝেই খুজে পেতাম মনের মত সবি। সামু বলে লিখরে শুনা যা আছে তোর মনে সামু হল মুক্ত স্বাধিন অটুট তাহার পণে।

কিন্তু একি, দেখছি আজ কাল মনটা তাই ভার ঝগরা ঝাটি আর উপহাসে সামু একাকার। মনের মত লেখক যত যাচ্ছে সরে দুরে দুঃখ আমার পাখি হয়ে মনের ভিতর উরে। আস্তিক নাস্তিক দন্দে সবাই হচ্ছে মাতোয়ারা ধর্মে কিন্তু এসব নিয়ে তর্ক করতে মানা ছাগু ভাদা এসব আজকাল নিচ্ছে ভিষন রূপ ভায় লাগে তাই না হয়ে যায় তাদের মাঝে গ্রুপ। নাই আজকাল ক্ষুর ধার লেখক কিংবা কোন কবি লেখার যাদুতে করবে দুর সামুর কলংক সবি। বলবে তারা প্রেমের কথা গাইবে সাম্যের গান নতুন করে উঠবে জেগে ফিরবে সামুর প্রাণ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.