আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম বিদ্বেষ নয়

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা ধর্ম পালন করা নাগরিক অধিকার। নাস্তিকরা দাবী করতে পারেন, ধর্ম পালন না করাও নাগরিক অধিকার। আমি কোনভাবেই দ্বিমত পোষণ করি না। কেউ ধর্মপালন করতে না চাইলে, তার উপর জোরজবস্তি করাও গণতন্ত্রপরিপন্থী কাজ। কিছু মানুষ ইসলাম বিদ্বেষ করে মজা পায়।

এরা অনেকেই ভূয়া মুসলিম নাম নিয়ে করছে আবার কিছু মুসলিমও ইসলাম বিদ্বেষী। ব্লগে আমরা নাস্তিকদের হিন্দু বিদ্বেষ, খৃষ্টান বিদ্বেষ, বৌদ্ধ বিদ্বেষ দেখি না। কেন শুধু ইসলাম বিদ্বেষ? ইসলামের ইতিহাস ঘাটলে কি আমার মুসলমানদের দানব রূপে দেখি? তা দেখি না। ধর্মী দাঙ্গায় সাম্প্রতিক সময়েও সবচেয়ে ক্ষতিগ্রস্থ মুসলমানরাই। বার্মাতে হাজার হাজার মুসলমান নিহত হচ্ছে, ভারতেও হচ্ছে।

মাদ্রাসা শিক্ষা একটি দুর্বল শিক্ষা ব্যবস্থা। এখানে আধুনিক শিক্ষা দেয়া হয় না। কিন্তু কারা মাদ্রাসায় পড়ে। প্রধানত দরিদ্র পরিবারের শিক্ষার্থীরাই মাদ্রাসায় পড়ে, লিল্লাহ বোর্ডিংএ থাকে। এদের আর্থিক সঙ্গতি নাই বলেই মাদ্রাসায় পড়ে।

রাষ্ট্রকি এদের ভাল বিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছে? রাষ্ট্র তো ধনী আর সরকারী দলের নেতার সেবায় ব্যস্ত। তাহলে এই দরিদ্র শিশুরা কি করবে? একেবারেই লেখাপড়া না করার চেয়ে মাদ্রাসায় পড়া অবশ্যই ভাল। তারা মাদ্রাসায় পড়ে, খেয়ে বড় হচ্ছে। কর্মক্ষম হচ্ছে। দেশে ৫০ লক্ষ মাদ্রাসার বর্তমান/প্রাক্তণ ছাত্র রেয়েছে।

কয়টি মাদ্রাসার ছাত্র অপরাধ করছে। কয়জন ফেন্সিডিল, ইয়ারা, গাজা, হিরোইরে আসক্ত? কয়জন ছিন্তাই, চাঁদাবাজি, অস্ত্রবাজি, টেন্ডারবাজি করে? কয়জন নারী নির্যাতন, ধর্ষন, মারামারি, রাহাজানি করে? আসুন তুলনা করি ছাত্রলীগের সাথে, ছাত্রদলের (ক্ষমতায় থাকাকালীন) সাথে। আপনি কি লজ্জা পাচ্ছেন? লজ্জার কিছু নেই। আপনি বিভ্রান্ত! যেই মাদ্রাসার দরিদ্র ছাত্রদের জন্য আপনি কিছু করেন নি, আপনার রাষ্ট্র করেনি; সেই মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে আপনি সোচ্চার হচ্ছেন। দেশের সবচেয়ে দরিদ্র মানুষ মাদ্রাসার ছাত্ররা।

তাদের পাশে একটু সহানুভূতি নিয়ে আমরা দাঁড়াতে পারি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.