ভারুল বাড়ির বাগানে প্রথম খুঁজে পাই তোমায়, সারা রাত ঝড় হয়েছিলো, খাঁচা ভেঙে তুমি পালিয়েছিলে , তারপর মামাবাড়ির জামগাছে বাসা বেঁধেছিলে, সেখান থেকে তোমাকে ধরে এনে খাঁচায় রেখেছিলুম, তাও পালালে, শেষবার পাই তোমাকে মেলায়, চড়া দামে কিনেছিলুম, বেশ কিছু দিন থাকলে সে’বার , একদিন টানটান হয়ে মরে থাকলে খাঁচার ভিতর, মৃত্যুর আগে খাঁচার ভিতর ডানা ঝাপটাচ্ছিলে। বহুবার তুমি আমার চোখ ফাঁকি দিয়ে আকাশচারী সংসার করতে চেয়েছো, আমার সুখের জন্য বারবার তোমাকে আমি খাঁচায় পুড়েছি। এখন তুমি শান্ত, খাঁচা খুলে দিলে তুমি আর উড়ে যাবে না, আকাশ তোমাকে ডাকছে, তোমার বাচ্চারা এখনও ভালো করে উড়তে শিখেনি , এরা মুখ হা করে খাবার চাইছে। হায় শালিক, খয়েরি রং এর শালিক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।