দেখলাম একটি পত্রিকাতে খবর শালিক বলছে '...মা..., ভাত আছে...ভাত আছে। ' 'কালাম ভাত দেো। ' 'আয়... ময়না আয় আয়। '
এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটিয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত পল্লি তারতা গ্রামের ভ্যানালক কালাম হোসেন।
অনেক ভাল লাগলো এই খবরটি পড়ে।
আজ থেকে প্রায় দুই বছর আগে জনাব কালাম একটি গাছের নিছে দেখতে পেয়েছিল ডিম থেকে সদ্য বের হোয়া বাচ্চাটিকে। এরপর থেকে কলা আর পাউরুটি এবং একপর্যায়ে ভাত ো ভেজা চাল খাোয়ানোর অভ্যাস করান। কালামের ভালবাসায় আর চেষ্টায় শেষ পর্যন্ত হঠাৎ একদিন মানুষের মত করে উপরে উল্লেখিত কথাগুলো বলতে শিখলো। এটা আসলে অবিশ্বাস্য হলেো সত্য একটি খবর। পাখিটিকে দেখার জন্য কালামের বাড়ীতে এখন প্রতিদিন লোকের ভির হয়ে থাকে।
প্রথমে পাখিটিকে কালাম খাচায় রাখলেো পরে ছেড়ে দেয় কিন্তু পাখিটি এখন বাইরে ঘুরে দিন শেষে ঠিকই ফিরে এসে নিজেই খাচাতে ঢোকে! পাখিটিকে কেনার জন্য ১০,০০০/- টাকা দাম উঠেছে কিন্তু কালাম কোন অবস্থাতেই বিক্রী করবেন না।
কালামের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।