Bringing about gentle and painless death from incurable Death. চাতক মন ভীষণ মনে পড়ে তোমায় । মনে হয়, পাখির ডানায় ভর করি ! উড়ে যাই তোমার কাছে; চাতক হয়ে পান করি কয়েক ফোঁটা মেঘ রস ! যদিও অনাবশ্যিক যাওয়া, পাখির ডানায় আর গতি কতটুকু, যেখানে আমার চাতক মন পড়ে আছে তোমারই কাছে ! গুনমুগ্ধ শত্রু শাহবাগ মোড়ে ফুলের মেলা । এমণ কোন ফুলে নেই, যা নেই । তোমাকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছিলাম ফুলদের মেলায় । আমার দ্রুত পদক্ষেপে তুমি একটু পিছিয়েই পড়েছিলে! কেবল আমারই তাড়া! সব ফুল থেকে বেছে শ্রেষ্ঠ ফুলটিকেই ; তোমার খোপায় পড়বো বলে— এই দোকান সেই দোকান ঘুরে টকটকে লাল গোলাপটিই হতে চেয়েছিলো তোমার খোপার আভরণ! ফুলের গন্ধে মাতাল আর তোমার প্রেমে পাগল আমি যেই না গোলাপটি তোমার খোপায় পড়াচ্ছিলাম; গোলাপ তার আপণ রঙ্গে রাঙ্গাতেই বোধ হয় বিঁধিয়ে দিয়েছিলো কাটা আঙ্গুলে— আমার রক্তাক্ত আঙ্গুল ধরে আছে টকটকে লাল গোলাপ । হৃদয় রঙ্গে রাঙ্গাবে আমার ঊর্বশিকে! তুমি ফ্লোরেন্স নাইটেঙ্গেল সেজে সেবা কিংবা অড্রে হেপবর্ণ সেজে অভিনয়, কোনটিই না করে হয়ে ঊঠলে মাদার তেরেসা! তাই রক্ত ঝরানো গোলাপ নয়, বেছে নিলে একগুচ্ছ রজনীগন্ধা! সাদা একগুচ্ছ রজনীগন্ধা। প্রস্ফুটিত, মঞ্জুরিত একগুচ্ছ রজনীগন্ধা । কাল ক্রমে বেড়ে ওঠা গেরিলা বাহিনীর উদ্দেশ্যে— উড়িয়ে দিলে শান্তির ঝান্ডা! সেই থেকে আমরা প্রেমিক প্রেমিকা নই! আমি কেবলই তোমার বয়ে আনা শান্তির গুনমুগ্ধ শত্রু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।