ঘুম থেকে উঠেই আকাশের দিকে তাকালাম
ইদানিং এই কাজটা প্রতিদিন করছি
সারাদিনে এই একি অবস্থা। মনে হচ্ছে অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়না। সত্যিই তাই
যখন থেকে মোবাইল ইউস করছি বৃষ্টি আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে।
আমি মাথা নিচু করে থাকি। আমার ইচ্ছে করে প্রচণ্ড ইচ্ছে করে, কিন্তু পারিনা ভিজতে।
কালের চক্রে আবদ্ধ আমি।
গত শনিবার যখন বৃষ্টি হল আমি ছিলাম রাজলক্ষিতে, হাল্কা ভিজতে হল। মন খুব ভালো। বৃষ্টিতে ভিজেছি। বাসে শুকিয়ে গেলাম।
আমার জন্য অপেক্ষা করছিল বিস্ময়। বাস থেকে নামলাম মানিকনগর। নেমে ঝড়। কিছুক্ষণ চিন্তা করে দে ছুট ঝড়ের মধ্যে। আমি চলছি বৃষ্টির মাঝে হাসতে হাসতে।
কিছু পরিচিত দোকানদার আমার দিকে তাকিয়ে আছে হা করে। সাধারনত কর্পোরেট লেভেলের লোকেরা এইভাবে ভেজেনা শুধু শুধু তাই হয় তো !!!!!!!!!!
বাসায় ঢুকলাম সবাই আমার দিকে তাকিয়ে........................ আমি কাক ভেজা। হাসি হাসি মুখে দাড়িয়ে।
সেদিন আমি উইশ করলাম যাতে শনিবার ঝড় হয়, আমি ভিজবো, বৃষ্টি দেখবো। আজ সারাদিন আমি তাকিয়ে আকাশের দিকে, মেঘের কণাও নেই আকাশে
ভাবছি কেউ আমাকে পাগল ভাবছেনা তো
আসলে আমার পছন্দগুলো বেশির ভাগ ইন্দ্রিয় প্রবণ
ক্যাটস এন্ড ডগস মানে অঝোর ধারায় বৃষ্টি আমার প্রিয়।
কবে যে ভিজতে পারব আবার
আমাকে বোধহয় বুঝতে পারছেননা, আমার প্রথম পোস্ট স্বপ্ন দেখতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।