আমাদের কথা খুঁজে নিন

   

চাতক পাখি

মনের না বলা কথা বলতে চাই

তোমায় মনে পড়ে কি পড়ে না
সে প্রশ্ন নেই তোমার; নেই একবিন্দুও একাকাশে,
সময়ও নেই পেছন ফেরার
সময় শুধু স্বপ্ন গড়ার কংক্রিটের ইমারতে-

বস্তুত আমার স্বপ্ন গুলো বাস্তুহারা
হাত ফোঁসকে বেরিয়ে পড়ে পঙ্গপালের মত
উড়ে বেড়ায় তোমার স্বার্থান্বেষী আকাশের বুক জুড়ে -

চব্বিশ ঘণ্টা রাত বিহীন প্রতিটা দিনে একাকার হয়ে
কি বিকেল কি সকাল মুমূর্ষু দুপুর সব;
আহ্নিক গতি বার্ষিক গতি সমান মনে হয়।

বসন্ত কি এসেছিল কোন যুগে?
কোন বসন্ত কি আছে সামনে ?
নাকি তাও কেড়ে নিয়েছ তুমি অবলীলায়
আর কি চাই তোমার ? তাজমহল ?
সেতো গড়েছি প্রতিটি রক্ত ফোঁটায় মানিব্যাগের ছবির উপর।

ক্ষান্ত দাও স্বপ্নচারী ; দাও আমাকে এক ফোঁটা বৃষ্টি
আমি চাতক পাখির মত চেয়ে আছি তোমার আকাশ পানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।