মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । চাতক পাখি চাতক পাখি হয়ে গেছি সারাক্ষন তোর পথ চেয়ে, যা কিছু না পাওয়া; আজ পাওয়া হল তার অনেকটাই। ক্ষণিকের নয় চিরকাল তোর কাছে থাকার অস্তির ভাসনায় আমি, আমি আকাশ হবো কথা দিলে তুই গোধূলী হবি। গোধূলী থেকে রং নিয়ে সাজাব আমার অনূর্বর আকাশ। যত্ন দিয়ে অনূর্বর আকাশে ভালবাসা নামক ফসল ফলাবো, সেই ফসলে থকবে; তোর আর আমার সমান অধিকার। এমন ফসল কেউ দেখেনি কোথাও কখনো আগে। নারী; ভালবাসার রাজ্যে আমি তোর এমন ভালবাসা চাই যে ভাল কখনো বাসেনি মানুষ; ভাবেনি মানুষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।