এই ভীষণ আগুনে গলে যেতে পারি
জ্বলে যেতে পারি
পুড়ে যেতে পারি, উড়ে যেতে পারি
ছাইয়ের মতন
হয়ে যেতে পারি
রাস্তার পীচ, গনগনে চুলা
রোদ হতে পারি, শোধ হতে পারি
লাখো ওয়াটের হ্যালোজেন।
আমি হতে পারি ভীষণ আগুন
রাক্ষুসে দিন, ক্লান্ত পুকুর, অযুত দহন।
অথচ ক্লান্ত চাতক
ঠায় বসে রয়
যদি মেঘ হয়
চলে আসে চুপি
বৃষ্টি অথবা তোমার অতল চোখ।
------------------------------------
চাতক/সাদাত হোসাইন
৩১.০৩.২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।