আমি এই প্রথম কোন ব্লগে এ পোস্ট করতেসি । ভুল হলে ক্ষমা করে দিবেন আশা করি । আমার জীবনে গল্পের বই পড়া শুরু করি যখন আমি ক্লাস ৭ এ পড়ি। প্রথম থেকেই আমি হিমু বই পড়তাম । তখন থেকেই আমি স্বপ্ন দেখি আমি একদিন আমি হিমু হবো।
আজও আমি সেই স্বপ্ন দেখি । হুমায়ুন স্যার এখন আর আমাদের মাজে নাই। কিন্তু সে যেই শিক্ষা , আদর্শ আমাকে দিয়ে গেছেন তাই নিয়ে আমি সারাজীবন বেঁচে থাকবো। স্যার মারা যাইনি সে কখনো মারা যেতে পারে না। স্যার তার বই এর মাজে সারাজীবন বেঁচে থাকবে।
সবার উদেশ্যে একটি কথা
আপনার সস্তা লেখাগুলো পড়ে চোখ ভিজিয়েছি, এক সময় আপনার বাকের ভাইয়ের জন্য প্রার্থনা করেছি… এখন সময় আপনার জন্য সস্তা প্রার্থনা করার, সস্তা মানুষ যেহেতু তাই সস্তা কান্নায় আমিও কাঁদি…। । [/sb
হিমু বই
হিমুর বইগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন মেগাবাইট
মিসির আলি বই
মিসির আলি বইগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
হিমু বই আলাদা ভাবে ডাউনলোড করতে ক্লিক করেন
আমি আগে প্রকাশ করেছিলাম এই ব্লগ এ
টিউনারপেজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।