আমাদের কথা খুঁজে নিন

   

বিবাগী

জেগে আছি, যাতে তোমরা শান্তিতে ঘুমাতে পারো। সাধ মিটে গেছে? আকাশের গা থেকে সব জল ঝরে গিয়ে তৃষ্ণা আর নেই? স্তব্ধ কেন গুঞ্জন? কেন তার বিষম অথৈ! আশা গুলো মাঠে খেলা দিয়েছে যে ছেড়ে- ঘাসেরা রক্তবর্ন, বিভৎস, বিকৃত; তার মাঝে কাদামাখামাখি করে প্রায় স্পন্দনহীন শুয়ে আছে আত্মজ্ঞানী কোনও এক যুবতীর দেহ! সময় পেরিয়ে যায়... ছবিগুলো আঁকা থাকে দেয়ালের গায়ে। এত চেনা, তাই কেউ ফিরেও তাকায় না- যতই মোহনীয় না হোক! প্রতিদিন সময়ের কাছে প্রশ্ন করে যেতে লক্ষ্যহীন জীবনের স্রোতে কেউ কেউ বেশ ভালো জীবন কিনেছে তাই দেখে লোভ লাগে লোভ লাগে জিহ্বায়, আঙ্গুলে, চোখে, চুলে, নখে, লোমে- বিস্মুতির বিদ্যায় তারা ঢাকা পড়ে যায়। অথবা বিস্মৃতির কাছে সব বেঁচে দিয়ে, সুখ চেয়ে ক্লান্তি পেয়ে অশ্রান্ত হৃদয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।