আমাদের কথা খুঁজে নিন

   

বিবাগী



ফিরে আসার ঘর ছিলনা কোনও ফিরে আসার ডাক যদি বা শোনো সাজিয়ে রাখো বধিরতার ভান আদেশ মেনে ঘাড় যদিও নীচু ফিরে আসার তাড়া তো নেই কিছু অবাধ্যতা ভেতরে গায় গান তুমি যে কোন তীব্র মায়াটানে হারিয়ে গেছ সবাই সেটা জানে, চাওনি ফিরে, ফিরে আসার দান তোমাকে দেখে, নিজের মত করে, শিখেছি পথ রয়েছে অন্তরে, বাহিরে যার থাকেনা সন্ধান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।