আমাদের কথা খুঁজে নিন

   

বিবাগী জীবন

কুয়াশার রাতে জোসনা যেমন ডুব সাতারে খোলা চোখ ঘোলা যেমন তেমনি আবেগ, ভালবাসায় কিংবা না বাসায় ! ক্রাচের ওপর চলা যেমন উত্তল লেন্স গলিয়ে দেখা যেমন তেমনি জীবন, দেখায় কিংবা না দেখায় ! ফেরারীর চোখে স্বপ্ন যেমন পতিতার কাছে মুক্তি যেমন তেমনি সাধন, ধরায় কিংবা না ধরায় ! ল্যাম্প পোস্টের আলোয় যেমন ঝিকিমিকি আলো বারেতে যেমন তেমনি রোদন, শোনায় কিংবা না শোনায় ! সব কাজ তুচ্ছ হয়, পন্ড হয়, সব চিন্তা — প্রার্থনায়, সকল সময় শূন্য মনে হয় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।