ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
বিবাগী মেঘেরা আজ উড়ে যায় দূরে, বহুদূরে
দিগন্ত ছাড়িয়ে আদিগন্ত নীলিমার দেশে
কার সে উঠোনে আজ চায় ছায়া দিতে তারা
বাউল মন কি তবে ছাড়বেই ঘর?
পেছনে রইবে পড়ে স্বজনের হাহাকার
খালি বুকে ডুকরে কাঁদবে সাজানো বাগান
ঘরের ঐ বাঁধনই কি খুলবে সে ঘরের দুয়ার?
মানুষের জীবনটা আজ এতোই বিস্বাদ?
আসে ক্লান্তি, অবসাদে আসে অন্ধকার
ফুটন্ত ফুলের রং ফিকে হয়ে যায়
ভরা জ্যোৎস্নার চাঁদিমাও হয়ে যায় ম্লান
অর্থ নয়, বিত্ত নয় আরো কিছু টানে-
বিবাগী মেঘেরা আজ উড়ে যায় দূরে
বাউল মন কি তবে ছাড়বেই ঘর?!
06.03.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।