আমাদের কথা খুঁজে নিন

   

আসুন স্কুলের শপথ বাক্যের কথাগুলো অন্তত মানি। আমরা কি শপথ ভাঙ্গি না?

কথা শেষ। আমি আপনি ভালো হলে নিজ নিজ স্থলে, দুর্ভাগ্য সব ভেসে যাবে বানের জলে। আমার মনে হয়, আমি দেখি, সবাই খুব উদ্বিগ্ন। সবাই জানি কি করতে হবে। কিন্তু...... কেউ কিছু করি না।

পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেলে উপচে পড়ি, মামাকে বলি মামা, আমাকে ভালো আমটা দাও। ফাঁকি দেওয়ার একশত একটা উপায় আমাদের জানা। সবাই জানি সবাই জানি। কয়জন মানি কতখানি? আছে কি মোদের নীতি? আসুন আমরা সবাই ভালো হই। কথা দিয়ে কথা রাখি।

এই দিন রবে না, এই শাসকও রবে না। আসুন যা গেছে গেছে, তবে যা আসছে তা নিয়ে ভাবি। ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজেদের নৈতিকতা আর সততা ও স্রদ্ধাবোধের শিক্ষাটাকে মজবুত করি। জয় তো হবেই। এইতো সূর্য উঠল বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.