আমাদের কথা খুঁজে নিন

   

বস্তা ভর্তি লাশ!

দূর থেকে দেখে মনে হবে কাঠাল ভরা বস্তা,নাহ্ কোন আম কাঠালের বস্তা নয় ছবিতে যা দেখছেন তা হলো লাশ, বস্তা ভরা লাশ ! ভাগ্যহত কোন এক তরুনীর লাশ। জিপিও জিরো পয়েন্টের ফুটপাতে হয়ত কোন এক সময় পাষান্ডরা এই তরুনীকে মেরে বস্তা বন্দী করে ফেলে গেছে। অফিসে যাওয়ার পথে ভিড় দেখে কাছে যেতেই দেখলাম বস্তা বন্দি লাশ! সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেলো! মানুষ দিন দিন পশু হয়ে যাচ্ছে! (বস্তা ভর্তি লাশ) ( পুলিশের তৎপরতা) (উৎসুক জনতার ভিড়) কয়েকজন উৎসুক জনতার কথোপকথন! ১. ভাই বস্তাটা কখন ফেলে গেছে? আরেকজনের উত্তর - কেমনে কমু, বে-আক্কেইল্লা প্রশ্ন করেন ২. ভাই কে মারছে? উত্তর- কে মারছে জানলেতো পুলিশে এতক্ষনে তারে ধরতোই (বিরক্ত ভাব) ৩. মাইয়াডারে আজকে মারছে না কবে? উত্তর- লাশের গন্ধ পাইতাছেন না, মনে হয় আগে মাইরা সুযোগ মত এহানে ফালাইয়া গেছে মূলত চোখের সামনে এমন একটা লাশের বস্তা থাকলে প্রশ্নগুলো এলোমেলোই হয়! এখন অপেক্ষায় আছি জানার কে এই হতভাগ্য ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.