পরাজিত হতে ভালবাসি।।তার অথর এই নয় জয়ের সামরথ আমার নেই...পুড়তে ভালবাসি...তার অরথ এই নয় পোরানোর সামরথ আমার নেই
দুই বন্ধুর মাঝে কথা হচ্ছে.......
১ম বন্ধু: বল তো মানুষ কাকে ভয় পায় বেশি....বাঘ কে না মশাকে???
২য় বন্ধু: মশাকে....
১ম বন্ধু: কিভাবে বুঝলি???
২য় বন্ধু: আরে বোকা মানুষ তো বাঘ কে খাঁচায় বন্দি করে রাখতে পারে...কিন্তু মশার ভয়ে নিজরাই খাঁচা অর্থাৎ মশারির ভেতর বন্দি য়ে থাকে..
দুই পাগলের মাঝে কথা হচ্ছে.......
১ম জন: জানিস তো পাগলে কিনা বলে, আর ছাগলে কিনা খায়..
২য় জন: জানি বৈকি...সবই পাগলের প্রলাপ আর কি...যে লোকটি ছাড়াটা বানিয়েছে সেও পাগল...নইলে পাগলের সাথে ছাগলকে টেনে আনবার কোন মনে হয়????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।