মনে করেন আপনার বাসায় চাল শেষের দিকে। আপনি যখন অফিসের উদ্দ্যেশ্যে রওয়ানা দিচ্ছেন তখন আপনার আম্মু বল্লো, বাবা আসার পথে চাল নিয়ে আসিস।
যথারিতি অফিস শেষে বাজারে গেলেন। চালের দোকান আর খুজে পান না।
অনেকের কাছে শুনে শেষ পর্যন্ত বুঝলেন বাচারে চাল নেই!
অগত্যা, আটার দোকানে গেলেন। কিন্তু বিধি বাম! আটাও নেই!!
পরে ঘোষনা দিলেন, চাল চাই, চাল; তাই সে যত মূল্যই হোক।
কিন্তু তার পরেও নেই চাল!
হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে নাকি চালের বড়ই অভাব।
ভারতের চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে বেশ কিছুদিন আগে থেকেই, ভিয়েতনাম, থাইল্যান্ড কিংবা মিয়ানমারও চাল রপ্তানি করছে না নিজেদের প্রয়োজনের কথা বিবেচনা করে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মঈন উ আসছেন আবার! ওহ হো না না, সামরিক শাসন না, আসছে আলুর রকমারি-দ্য পটেট্যো থট অব মঈনস রেসিপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।