আমাদের কথা খুঁজে নিন

   

অমানুষ

মৌলিক অধিকার গুলো আজো আমাদের কাছে গনিকালয়ের অন্ধকার ঘরের তেল চিটচিটে বালিশে শুয়ে থাকা ষোড়শী নারী।ইচ্ছে হলেই গনতন্ত্রের দোহাই দিয়ে এদেশের সরকার ব্যবস্থা যখন খুশি তখন সেগুলোর সাথে পারস্পরিক সর্ম্পকে জড়িয়ে পরে। আর একবার যেতে চাই সেখানে, যেখানে ঈশ্বর নেই! জীবন নেই,নেই মৃত্যুর যন্ত্রনা। ভালোবাসার বেড়াজাল নেই, ছলচাতুরি নেই, অভিমান নেই,নেই কষ্টের উপহাস, নেই মিথ্যের খোলসে বন্দি মানুষ রুপের পশু গুলোর অনাকাঙ্খিত সান্তনার অপচেষ্টা। আমি আর একবার সেখানে যেতে চাই, আর একবার অমানুষ হতে চাই। চরম স্বার্থপর একজন অমানুষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।