আমাদের কথা খুঁজে নিন

   

আমরা অমানুষ !

কিছু বলার নাই একটা পতাকার মূল্য কত ? ৩০/১০০/৩০০ ?? ৩০ লক্ষ শহীদের রক্তে যে পতাকা লাল হয় , তাঁর মূল্য কত ? তাঁর কি কোন মূল্য হয় ? সে তো অমূল্য ! দুর্নীতি করে , ঘুষের টাকায় কেনা গাড়ির সামনে উড়তে থাকে দেশের পতাকা !গাড়ির ভিতর থেকে বাজতে থাকে " তেরি মেরী মেরী তেরি প্রেম কাহানী হে ..."!দেশ প্রেম যেন ঝরে ঝরে পড়ে ! জন্ম দিয়েছ ১৫ কোটি সন্তান । কিন্তু তুমি তাদের মানুষ করতে পারলে না মা । আমরা তোমাকে তোমার মর্যাদা দিতে পারলাম না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।