নরকের বীভত্সতায় দাড়িয়ে আমি তোমাকেই সপ্ন দেখি নরকের দুর্বিনীত প্রহরীও অবাক হয়ে থমকে দাড়িয়ে পড়ে! তখন যে বৃষ্টি নামে, শান্ত শীতল বৃষ্টি নরকে শীতল বারিধারা, ভাবতে পার ! উর্ধে উঠে যাই, ছেড়ে নিয়ন আলোর শহরের যত কোলাহল, ঘৃনা ভরা চাহনি, মেনে নিই অমানুষ বলে গালাগাল। আমি হয়তো মানুষ নই, আমি হয়তো দুর্ভাগ্য আমি হয়তো তোমার কষ্ট অথবা কারণ , আমি হয়তো নষ্ট মানুস, না শোনা বারন। হৃদয় উন্মাদনায় ভেসে, নরকেই স্থান শেষে। আমি হয়ত মানুষ নই, নিকৃষ্ট মানুষও হতে পারিনি পথের প্রান্তে হারিয়েছি সব, তবুও হারিনি, আমি হয়তো মানুস নই, নিকৃষ্ট মানুষও হতে পারিনি, নরক ছুঁয়েছি আমি, তবু তোমায় ছাড়িনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।