আমাদের কথা খুঁজে নিন

   

অমানুষ

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

শুধুই হাত দেখি আমি পড়ে থাকে মুঠো করে সাদা কালো নীল বেগুনী সারা ঘর জুড়ে ঘুরে বেড়ায় রং-বেরংয়ের অমানুষের ছায়া। তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস, তোমার নিঃশ্বাসে কিসের পাপ? তোমার বিশ্বাসে অমানুষের জয়, তোমার আকাশে মৃতু্যর স্বাদ, তোমার গভীরে অশুভ কামনা। অনেক ধোঁয়ার নীচে অসম অহংকার চেনা মানুষের মাঝে অমানুষের বাস, পাথুরে চোখে ভয়ের শেষ আঁচড় মেটায় তোমার তৃষ্ণা। আমি নতজানু হয়ে ক্ষমা চাই, ক্ষমা করো, ক্ষমা করো আমায়, নিঃশ্বাসে-বিশ্বাসে-আশঙ্কার মাঝে বিধি, আমাকেও অমানুষ করে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।