পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
মইদুল নামে আমি কাউকে চিনি না।
তবে কেমন করে যেন মইদুলদের হাহাকার খুব ছুঁয়ে যায় আমাকে।
এই ব্লগের একটা সমস্যা হলো, ঠিকঠাক কবিতা তোলা যায় না। মানে, লাইনের বাম দিকে স্পেস দেয়া, শব্দটাকে মাঝে নিয়ে আসা, অথবা শব্দ নিয়ে নানারকম কারুকাজ, যা আমার ভীষন প্রিয়, করা যায় না সেসব।
।
।
।
এই কবিতাটার হেডনোট( ফুটনোটের বিপরীত আর কি হতে পারে খুঁজে পেলাম না কিছু) হলো- এটা আমার নিজের খুব প্রিয় কবিতা।
শুধু শেষ অক্ষরে ছন্দ মিলিয়ে আগডুম বাগডুম লিখতে লিখতে, বলা যায়, এই কবিতা দিয়ে আমি খানিকটা বড় হবার চেষ্টা করেছিলাম।
এখনো পরম যত্নে মাঝে মাঝেই সেই আগডুম বাগডুমে ফিরে যাই।
কিন্তু আসতে যেতে এই কবিতাটাকে ছুঁয়ে যাই।
-----------------------
অমানুষ-
- - - -
মইদুল, আমাকে বলেছিলো, সে নাকি মানুষ নয়। ।
কারন, মানুষেরা স্তন্যপায়ী,
কই, সে তো তা নয়!
জন্মমূহুর্তে কোন মা, তাঁর
যে সন্তানকে পৃথিবীতে একলা ফেলে চলে যান;
তার পক্ষে কি সম্ভব,
মায়ের স্তন্যপান?
মইদুল
আমাকে
বলেছিলো,
"আমি তো
মানুষ
নই। '
আমি শুধ ু মৌন ছিলাম ।
--------------------
কাক কবির কবিতা : 4
ছবি: শিল্পী শাহাবুদ্দীনের আঁকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।