আমাদের কথা খুঁজে নিন

   

অমানুষ

।আমার আমি

আমি অমানুষ আছি জেনেই, ভালোবাসার বামুন হতে চেয়েছি, অমানুষ যে পশুর অধম, ম্লেচ্ছ, তার তো ভালোবাসা নাই। নিচু জাত, অস্পৃশ্য। আমার নামে ধ্বংস হয়, দুর্যোগ আর মহামারী, আমি তো অমানুষ। ভালবাসতে নেই, কাছে আসতে নেই। মায়া থাকতে নেই, মমতা থাকতে নেই। অভিমান বা অপমান বোধ- সে তো অসম্ভব। আমি অমানুষ, মন আকাশ হলে কি হবে? মানুষেরা কালো মেঘ দেখে, আমার উথাল পাথাল- বৃষ্টি কেউ দেখে না। আমি তো মানুষ নই, অমানুষ এক, জান্তব সত্য। সঙ্গিতা-৩০ ভাদ্র, ১৪২০ সকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।