আমাদের কথা খুঁজে নিন

   

আমি অমানুষ হব…

আজ আমার- অমানুষ হতে বড় ইচ্ছে করে। ইচ্ছে করে, মানবতা, মনুষত্ব প্রভৃতি গালভরা শব্দগুলোকে মন খুলে গালি দিতে। ইচ্ছে করে, হঠকারী সমাজের মুখে থুথু ছিটাতে। মানুষ হতে হলে যদি নিজের স্বার্থে ভাইয়ের বুকে গুলি চালাতে হয়, মানুষ হতে হলে যদি শান্তির নামে- হাজারো শিশুকে হত্যা করতে হয়, মানুষ হতে হলে যদি শত মায়ের বুক খালি করতে হয়, মানুষ হতে হলে যদি স্বজাতির রক্তে গোসল করতে হয়, মানুষ হতে হলে যদি কোটি কোটি অভুক্ত চোখের সামনে বেঁচে যাওয়া খাবার- সাগরে ফেলে দিতে হয়, মানুষ হতে হলে যদি অন্যের স্বপ্ন ভেঙ্গে নিজের স্বপ্ন রাঙ্গাতে হয়, তবে আমি চাই না তোমাদের মত মানুষ হতে। মনুষত্ব মানে কি রক্তে ভেঁজা ধুলি? মানবতার মানে কি অসহায়ের চুর্ণ খুলি? ধিক্কার তোমাদের মনুষত্ব, ধিক্কার তোমাদের মানবাত। আমি অমানুষ হব জয় অমানবিকতা…।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।