আমাদের কথা খুঁজে নিন

   

একটি হিট পোষ্টের রেসিপি

যেখানে ফুলেরা গোলাপ হতে চায় ! আজ আপনাদের দিবো একটি হিট পোষ্ট রান্না ধুর প্রকাশের রেসিপি। উপাদন : স্থুল বিষয় বস্তু, দুএক চিমটি ১৮+, চটকদার শিরোনাম এবং যা কিছু বিতর্কিত প্রণালী : বিষয় বস্তু যাই হোক না কেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লেখার শিরোনাম যাতে চটকদার হয়। শিরোনামে যদি সামান্য অশ্লীল কিছু দেন তাহলেতো খাইছে, না মানে আপনার পোষ্ট মানুষ খাইছে। তবে একটু রিস্কি। আমরা কয়েকটা উদাহরণ দেখাতে পারি।

যেমন : সেদিন ঘুমিয়েছিলাম, দেখি লুঙ্গি নেই। মেয়েটি খালি গায়ে এসেছিলো বারন্দায় এবার আসি ভিতরের কথায় (ভিতর বলতে পোষ্টের ভিতরের কথা বুঝিয়েছি, অন্যকিছু না) প্রথম পাতায় আপনার পোষ্টের তিন চার লাইন দেখা যায়। ওই তিন চার লাইন বিশেষ মমতায়,আদরে লিখতে হবে। কারন ওই চার লাইনেই আপনার হিট ডেকে আনবে ধরেন আপনার লেখার বিষয়বস্তু স্কুল। তাহলে আপনাকে প্রথম চার লাইনে লিখতে হবে।

"ইদানীং বালিকারা বড়ই বাড়ন্ত, তাহারা স্কুলে যাইবার আগে তাদড়া হইয়া যায়। আমরা লুল সম্প্রদায় তাহা কেবল দেখিয়া যাই"। কি ভাবছেন স্কুলে এসব আসলো কিভাবে। ধুর মশাই আপনি না বেকুব। প্রথম চার লাইন এরকমই দিতে হয়।

পরে স্কুলের সাথে বালিকার বাড়ন্ত শরীরের গোঁজামিল দিয়ে দিবেন আরকি। সে আর তেমন কঠিন কাজ কি? স্কুল লিখতে গিয়ে বালিকার শরীরের বর্ণনা দিয়ে দিলেন আর এইটা পারবেন না? এতেই অবশ্যই আপনার পোষ্টের হিট হয়ে গেল। তবুও কথা থাকে। এত কষ্ট করে মানুষ ব্লগে ঢুকে যদি রস না পায় তাবে আপনারেতো গালি দিবে। তাই লিখাতে কিছু রস আনতে হবে।

রসের মিশ্রনটা কিন্তু ভালো হওয়া চাই। নইলে পাঠক খেয়ে গালি দিবে রসটা কিছু একটা দিয়ে দিবেন পরিবেশনা : সবকিছুর পর আসবে পরিবেশনা। রান্না থুক্কু পুষ্ট যত ভালোই হোক না কেন পরিবেশনা যদি ভালো না হয় তবে কিন্তু গালি খাবেন। তাই পরিবেশন করুন সৃজনশীল উপায়ে। পারলে গুগল মামাকে কাজে লাগিয়ে একখানা লুল ছবি দিন পোষ্টে।

খেতে সর‌্যি পড়ে আরাম পাবে! চাইলে আপনি পরিবেশনায় বৈচিত্র আনতে পারেন। সারাজীবনতো মানুষ প্লেটেই খেয়ে গেল আপনার পোষ্ট না হয় লুল ছবির উপরই পরিবেশন করলেন। সত্যিই বলছি খেতে দারুন লাগবে বি: দ্র: এটা একটা ফান পোষ্ট। ভালো লেখকের পোষ্ট রেসেপি মানা লাগে না। এমনিতেই পাঠন নন্দিত হয়।

ছবি : স্বপ্নচারী সুমনের একটি পোষ্ট থেকে নেয়া।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.