সাধারণ একজন মানুষ (২১.) মানুষের জন্য কাজ করে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, তা আর অন্য কিছুতে পাওয়া অসম্ভব।
(২২.)পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে।
(২৩.) তাই পরিশ্রম করো, আর সে কাজই বেছে নাও, যা তুমি উপভোগ কর।
(২৪.) জীবনটা হচ্ছে প্রমত্তা খালের উপর নড়বড়ে বাঁশের সাঁকোর মত।
(২৫.) আপনি যদি মানুষ হিসেবে ভাল হন, তাহলে আপনি যাই করেন না কেন তা ভাল কিছুই হবে।
(২৬.) মন উঁচুতেও উঠতে চায়, নীচুতেও নামতে চায়।
(২৭.) যখন তুমি একটি কাছে বার বায় ব্যর্থ হবে তখন বুঝে নিও ঐ কাজটি তোমার জন্য নয়।
(২৮.) বন্ধত্বটা হচ্ছে পেঁয়াজের মত, যার বিশ্বাস,ভালবাসা,আত্মদানের মত অনেকগুলো স্তর আছে। তুমি যদি এটাকে ছিন্ন করতে চাও তাহলে কান্না ছাড়া আর কিছু পাবে না।
(২৯.) বিশ্বাস একবার ভাঙ্গিয়া গেলে জোরপূর্বক আর বিশ্বাস করিও না... এমনিতেই তো ভাঙ্গিয়া রইয়াছে জোর করলে আরো বেশি ভাঙ্গিয়া যাইবে।
(৩০.)যখন কোন মানুষ চরমভাবে ঠেকে যায়, তখন তার ক্ষমতা ও চিন্তাশক্তি দ্রুত গতিতে বৃদ্ধি পায় >>> (চলবে)
আগের পর্ব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।