মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
প্রচুর ভালো লাগে বিভিন্ন দেশাত্ববোধক বা গণসংগীতগুলো শুনতে। আর আমি যে গানটির কথা বলছি সেটাও অনেকে শুনেছেন। তবুও মনে হয়েছে যে, ব্যক্তিগতভাবে চেয়েছিলাম এ গানটি সবাইকে শুনাই। তাই এ গানের লিরিক না পেয়ে নিজেই গান শুনে শুনে লিরিক তৈরী করলাম। আর লিরিক তৈরীতে হয়তো বা ভুল থাকতে পারে, আশা করি এটি গান শোনার মাধ্যমে ক্ষমা চোখে দেখবেন।
__________________________________
গানের নাম ___ ভোর হয়নি।
শিল্পির নাম___ মাহমুদুজ্জামান বাবু।
এ্যালবাম ____ চোখ ভেসে যায়।
__________________________________
ভোর হয়নি, আজ হলো না,
কাল হবে কি না, তাও জানা নেই।
পরশু ভোর ঠিক আসবেই,
এ আশাবাদ তুমি ভুলো না (২)।
এ সময়ের মুখ চেনা থাক,
আজ এখানে এতো পরাজয় (২)
দ্বিধা সংশয়ে কাটে দিন রাত,
ঘিরে রেখেছে অমূলকভয়।
তুমি চাইলে, বাঁধা টুটবে
পথে নামলে সাথী মিলবেই
শুধু কখনো ভুল প্ররোভনে প্রতারক পায়ে ফিরে যেও না।
ভোর হয়নি, আজ হলো না,
কাল হবে কি না, তাও জানা নেই।
পরশু ভোর ঠিক আসবেই,
এ আশাবাদ তুমি ভুলো না।
মনে করো সেই মহা ইতিহাস
যারা চিনেছিল কালো রাত্রি (২)
বুকে সাহসে দাউ দাউ শিখা
নিয়ে হেটে গেছে আলোর যাত্রী।
এই পৃথিবী অবাক তাকিয়ে
মমতার বাহু দিলো বাড়িয়ে।
লেখা হলো না স্বর্ণাক্ষরে,
ওরা মানবিক জীবন উপমা।
ভোর হয়নি, আজ হলো না,
কাল হবে কি না, তাও জানা নেই।
পরশু ভোর ঠিক আসবেই,
এ আশাবাদ তুমি ভুলো না (৩)।
___________________________________
অডিও ডাউনলোড লিংক
___________________________________
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।