আমার না বলা যত কথা বেশ ছিলাম তোমার ঐ অন্ধকার জঠরে। মা, একোন জায়গায় নিয়ে এলে আমাকে? এখানে মানুষের বিষাক্ত ছোবল অন্তরকে করে মুহূর্তে মুহূর্তে জর্জরিত! আমিতো, ঐ অন্ধকারে ঠিক তোমাকে চিনে নিতাম; কত মমতায় যখন আমাকে ছুঁতে তোমার শরীরের গন্ধ অনুভব করতাম। পৃথিবী মানুষের হিংস্র রক্তচক্ষু গুলো খুবলে খাচ্ছে আমার অন্তরাত্মাকে; প্রসব ব্যথার প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে কোথায় আনলে! কোথায় আনলে! মা, মিনতি করি তোমার ঐ অন্ধকার জঠরে আবার ঠাঁই দাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।