আমাদের কথা খুঁজে নিন

   

ঠাঁই...।

মানুষ সবাই এক একটা নৌকা ! _নৈশতরী ঠাঁই...। এক মুঠো ঠাঁই পেতে... শক্তি পাথরে করে আঘাত- পায়ের ছাপ বসাতে ! দাঁড়াবার জায়গায় একটু আশ্রয় চায় ! দ্বিধান্বিত যৌবন শুকিয়েছে প্রেম, মরা মনের অলি-গলিতে নোনা ধরা দেয়ালে- কতজন কত আঁকিবুঁকি একে গেছে ! তবুও হাতপেতে ভিক্ষে একটু বেঁচে থাকার । মুষ্টিবদ্ধ মৃত যুবকের হাতের মুঠোয়- অভিমানের দ্বিতীয় সুত্র লিখা আছে ! আমি নির্দ্বিধায় পড়ে শুনাতে পারি- আশ্চর্য! সেখানেও ছিল বেঁচে থাকার লোভ ! অমরত্ব টাইপের ঝাঁজালো গন্ধ ! তবে আমারও একটুখানি ঠাঁই হোক তোমাদের পেছনে শেষ লাইনের শেষ দিকে ! _নৈশতরী, রাজশাহী । ১৪-১১-২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।