ঘুমিয়ে পড়ার আগে......
এই পোস্ট টা আমি আমার নিজের জন্যই করলাম। আমি যতটুকু আশা করি নায় তার থেকে অনেক অনেক বেশি কছিু পেলাম আপনাদের কাছ থেকে। আপনাদের কারণেই হয়ত এই ব্লগে এতদিন থেকে যাওয়া। আপনাদের কাছ থেকে কি পেলাম তা নিয়েই এই পোস্ট। পরে অন্য কোন পোস্ট এ নিজের কথা লিখব।
অনেক মন্তব্যই বাদ পরে গিয়েছে,কিন্তু আমার মনের থেকে কি আর বাদ পরেছে। যত দিন স্মরণ শক্তি ভাল থাকবে আপনাদের মন্তব্য গুলোও আমর মনে থাকবে এই আশা করছি। অনেক কিছুই শিখলাম আপনাদের কাছ থেকে।
[গাঢ়]ঠাঁই নাই,ঠাঁই নাই-ছোট সে তরী
.....সোনার ধানে গিয়েছে ভরি[/গাঢ়]
সাব্বির কে উৎসর্গ করা পোস্ট...
.................................
স্যার এর কাছ থেকে পাওয়া
শাওনের কাছ থেকে পাওয়া
ভাসুর কাছ থেকে পাওয়া
মন্তব্য গুলো
......................
[গাঢ়] মানুষের মত মানুষ[/গাঢ়]
....................
[গাঢ়] জয় চৌধুরী [/গাঢ়]
বরিস টরিস বুঝি না, আমার কাছে যেটা মনে হয়, কে জানে সেই হয়ত মানুষের মত মানুষ যে রাস্তা থেকে একটা কলার খোসা সরিয়ে দিয়েছিল।
[গাঢ়] আমার আশা গুলো কি শুনবেন[/গাঢ়]
..................................
[গাঢ়] ধুসর গোধূলি [/গাঢ়]
সাব্বির আপনার কথাগুলো কমেন্ট আকারে দেখলাম।
ভয় পাচ্ছেন না সংশয় করছেন? কবিতাটা মনে নেই, মেঘ দেখে কেউ করিসনে ভয়...। নিষ্কলুষ কৌতুকের কিছু দরকার আছে আমাদের, ব্লগের মাধ্যমে তা হলে মন্দ কি। আপনি কিছুই হারাচ্ছেন না, হারাবেনও না, যদি ভালোটা নেবার বাসনা আর যোগ্যতা থাকে। কিন্ত এই দুইটার একটাও না থাকলে, আপনাকে হাতে ধরিয়ে দিলেও কি আপনি তা ছুঁতে পারবেন বলুন?আর খারাপ যদি না চিনেন তাহলে ভালোটা উপলব্ধি করবেন কি করে? মেধা যে সবসময় ভালো কাজে ব্যবহার করা উচিত্, সেটা খারাপ কাজে ব্যবহৃত না হলে বুঝবেন সহজে?আপনার কথা শুনে আপনাকে বুদ্ধিদীপ্ত মনে হয়। আশা করিনা এর বেশি কিছু বলা লাগবে আপনাকে।
ধন্যবাদ আপনার মন্তব্য পোস্টের জন্য।
[গাঢ়] আনলাইনে কে কে আছেন আওয়াজ দেন[/গাঢ়]
................................................
[গাঢ়] শুভ [/গাঢ়]
ভূতুড়ে:
ভূত আমার পুত,
শাকচুন্নি ঝি,
বুকে আছে বুশের নাম,
করবি আমার কি?
এইটা বুশের কাম- মিসাইল দিয়া এই সাইটটার একটা অংশ উড়ায়া দিছে! নাইলে, এ টাকা খাওয়াইয়া বিল গেটসরে দিয়া সফটওয়্যার বানায়া, আমাগো অন্ধ কইরা দিছে!!!
[গাঢ়] এক জন মানুষের মত মানুষ-স্যার আব্দুল্লাহ আবু সায়ীদ[/গাঢ়]
.............................................................
[গাঢ়] অমি রহমান পিয়াল [/গাঢ়]
ওনারে নিয়া কী লিখব। ইন্টার অ্যাকশন সেই রকম হয় নাই কখনো। কলেজে আমাদের বাংলার স্যার ছিলেন বেশ কজন, তার মধ্যে নজিব স্যার আর সাঈদ স্যারের ক্লাস ছিল হিট। ওই যে কইলাম সব কিছু ফালাইয়া শুনতাম স্যারের কথা।
এত সুন্দর কইরা একজন কথা বলতে পারে! গত বছর স্যারের সঙ্গে সেগুন বাগিচার ওইখানে দেখা। পায়ে ধইরা সালাম করতে যামু, দিলেন না বুকে জড়াইয়া ধরলেন। জিজ্ঞাস করলেন কোন ব্যাচ। তারপর বললেন তাইলে তারে পাইছি। এই আর কী।
সব মানুষ শ্রদ্ধা আদায় করতে পারেন না, এই মানুষটা অন্যরকম। সেই খাদি পাঞ্জাবী আর সাদা পাজামা। এই তো আমাদের সাঈদ স্যার। আইকন।
[গাঢ়] মাএ ১৩ বছর বয়সে স্বপ্নার মত মেয়েরা কেন আত্মহত্যা করে? [/গাঢ়]
....................................................................
[গাঢ়] আশার আলো [/গাঢ়]
আমরা দিন দিন হয়ে যাচ্ছি বোধশক্তি হীন নরপশু।
কোন কিছুই আর ভেদ করতে পারে না আমাদের গন্ডারের মতো মোটা চামড়াকে। কে ভালো কে খারাপ তা নিয়ে সারাদিন ব্লগবগাই। তা দিয়ে দেশ বা সমাজের এক আনার উপকারও হয় না। দরকার গন প্রতিরোধ। যৌবনের তাজা রক্ত।
লাল রক্ত। বর্তমানের প্রচলিত আইন ও পুলিশ দিয়ে কোন কচুটাও হবে না । মর্মান্তিক হলেও সত্য যে গুলিস্থান বা মতিঝিলে এমন কোন দিন যায় না যে পকেটমার বা হাইজ্যাক না হয়। কিন্তু যখন গনপিটুনিতে অপরাধীর কিছু নগদ লাশ পড়ে যায় তখন সপ্তাহ খানেকের জন্যে হলেও এ সব বন্ধ থাকে। অপরাধীরা এখন আর আইনকে ভয় পায় না।
ভয় পায় গনপিটুনী কে।
[গাঢ়] প্রজাপতি [/গাঢ়]
কাল একটা পোস্ট করার ইচ্ছা ছিলো, এই খবরটা পেপারে দেখে এত খারাপ লেগেছে যে আর কিছুই করতে পারিনি। এত সুন্দর একটা মেয়ে...এইটুকু বয়সে আত্মহত্যার মত একটা চিন্তা কি করে করলো সত্যি? আমাদের দেশে এই রকম সন্ত্রাসী ঘটনা আর হুমকী কবে বন্ধ হবে কেউ জানি না আমরা। কিন্তু সেই কারনে যদি ফুলের মত ছোট্ট মেয়েরা এরকম করে আত্মাহুতি দেয় তাহলে তো কোন সমাধান হয় না তার। আত্মহত্যাকে নিরুত্সাহিত করে কি কোন সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় না?
[গাঢ়] এসো আমরা ফেল করি[/গাঢ়]
............................
[গাঢ়] হযবরল[/গাঢ়]
কোন লাভ হয়না , আবার হয়ও।
লাভটা হইতাছে একজন দুইজন মানুষের মাথায় অন্তত বিষয়গুলো ঢোকে। এটার একটা লাস্টিং ইমপ্যাক্ট আছে। একদম না বলার চেয়ে কিছু বলা তো ভালো না কি ?
[গাঢ়] কালপুরুষ [/গাঢ়]
এইডা করছে আমাগো তথাকথিত নেতা হারাম খোরগো বখাইটা ইতর পোলাপান যারা বয়স কালে পাশ করবার পারে না তাগো ভর্তি করণের লাইগা। তারাও যাতে ফেল কইরা কইরা বেশীদিন ধইরা কলেজে নেতাগিরি/মাস্তানি করতে পারে।
[গাঢ়] তুমি আমারে বরবাদ করলা[/গাঢ়]
..............................
[গাঢ়] গোপাল ভার [/গাঢ়]
সাব্বির সারিয়া আপা কি বলছে শুনছো।
তোমার হাত দিয়া আর একটা কমেন্ট আসলে কিন্তু খবর আছে। ইয়ে হাত মুঝে দেদে সাব্বির। সাব্বির বল্গের এক কোনায় যখন সারিয়া আপা কান ধইরা খারা করায় রাখবো বুঝবা। যা পড় গিয়া বাপ।
[গাঢ়] আমার বন্ধু রাশেদ (উত্সর্গ এই আমি ) [/গাঢ়]
...........................
[গাঢ়] এই আমি [/গাঢ়]
ভাইয়া,এটা আপনি কাকে উত্সর্গ করলেন? আমাকে?তাহলে তো অনেক খুশি হয়েছি।
আমাকে নিয়ে না করলেও কোন সমস্যা নায়,আমার নাম তো ....তাতেই আমি অনেক খুশি অনেক। ভাইয়া,প্রথম কয়েকটা লাইন বুঝলাম। আর শেষ কয়েকটা লাইন পড়ে মনখারাপ হলো। সবার শুধু মন খারাপ থাকে। কিন্তু আমি তো সব সময় মন ভালো রাখতে চাই।
কষ্ট পেলে আর ভালো লাগে না। ভাইয়া বইটা আমার পড়া হয় নাই। নিজের পাঠ্য বই পড়ে শেষ করতে করতে অবস্থা খারাপ। আর ভাই...মন খারাপ হলে চলে আসবেন আমার ব্লগে গল্প করবো আপনার সাথে। কোন সমস্যা নেই।
আমি সবার সাথে গল্প করি।
[গাঢ়] এ সপ্তাহে (২৮.০৭.০৬--০৩.০৮.০৬)আমার ভাল লাগা কিছু পোস্ট[/গাঢ়]
.................................................
[গাঢ়] রাগ ইমন [/গাঢ়]
সাব্বির, আপু কও আর ভাইয়া, অসুবিধা নাই। সবার মধ্যেই নারী এবং পুরুষ,দুইটা হরমোন ই থাকে, হারমনি তৈরীর জন্য হারমোনিয়ামের মত বাজে। তয় বেসুরা। তুমি এই সব অসুরদের কথায় কিসু মনে নিও না, মনের বনে হাঁসরা ডাকুক, আমরা চলো হাঁসাহাঁসি করি।
অ্যালার্জি থাকলে মুরগামুরগী ও হইতে পারে.......সাথে ফ্রেঞ্চ ফ্রাই...........এবার লাভ হইলো তো!!!
[গাঢ়] একজন প্রিয় মানুষ এবং তার চোখের কথা[/গাঢ়]
...................................................
[গাঢ়] ফ্রুলিংক্স [/গাঢ়]
মন স্পর্শ করার মতো লেখা। দোয়া করি আল্লাহ উনার হেফাজত করেন। তবে ভাই, মৃত্যুর সাথে লড়াই কথাটা মানতে পারলাম না। মৃত্যু এমনই এক কঠিন জিনিস যার সাথে লড়াই করা সম্ভব না।
[গাঢ়] শুভ [/গাঢ়]
সাবিবর,
বন্ধুরা আমাকে শুধু শুভ বলে।
না, ঝাক্কাস টাক্কাস নিয়ে আমার কথা না- আমি বলছিলাম যেটা, আপনার লেখার স্টাইল- অহেতুক শব্দের কাঠিন্য নাই!এই জিনিসটা অধিকাংশ লেখায় পাওয়া যায় না!আমি আপনাকে অনুরোধ করি, এই ভঙ্গিটা ধরে রাখেন- এটা একটা দূর্লভ গুণ!!
[গাঢ়] দরজা কিন্তু খোলাই আছে[/গাঢ়]
...................
[গাঢ়] মোঃ সাকিব আল মাহমুদ [/গাঢ়]
ভাইয়া,আপনার ফিলিংস গুলো এমন ভাবে প্রকাশ করেন। পড়ে মাঝে মাঝে খুব খারাপ লাগে আর মাঝে মাঝে খুব ভালো লাগে। আপনার লেখার হাত আছে। চালিয়ে যান.................আমি আছি।
[গাঢ়] মানুষ কে বিশ্বাস করা কি আমার ভুল ছিল? [/গাঢ়]
...............................
[গাঢ়] খুশবু [/গাঢ়]
মানুষ কে বিশ্বাস করলে কষ্ট পেতে হয় ।
এটাকে দুর্বলতা না বলে গুন বলা উচিত । মানুষকেই বিশ্বাস করতে হয় কারন নইলে কোন সম্পর্ক তৈরি হবেনা ।
[গাঢ়] মোঃ সাকিব আল মাহমুদ [/গাঢ়]
ভাইয়া,আমি বুঝতে পারছি না আপনি আমার মনের কথা গুলো কিভাবে আপনার ব্লগে লিখেন?আমি জানি। তবে আপনার লেখা মনে পড়লে আমার অনেক অনেক অতীত ঘটনা মনে। .....এ খানে আমি আমর সব প্রকাশ করতে পারি কিন্তু তারপরও ব্যক্তিগত সব কিছু নয়।
আমার পক্ষে তা সম্ভব ও নয়। আপনার কি ধরণের অভিজ্ঞতা আছে আমার জানা নাই। মানুষ কষ্ট পায় যখন একজন আরেক জনের বিশ্বাস ভাঙ্গে। কষ্টের আমার পরিমাণ আছে কেউ ভুলতে পারে আর কেউ ভুলতে পারে না। এই আমার মার্চ ০৩,২০০৪ইং এর ঘটে যাওয়া এক ঘটনা আজকে আপনি মনে করিয়ে দিলেন।
এত কিছু আমি আপনাকে বলতে পারবো না। শুধু এতটুকু বলি...........আমি শুধু এই মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে ডাক্তার এর কাছে গেছি। ......আশা করি আপনি বুঝতে পারবেন এবং পজিটিভ চিন্তা করে নিবেন। আবার মনে করবেন না আমি মানসিক ভাবে আমি অসুস্থ হয়ে গেছি। আমার শারীরিক ভাবেও ঐ কষ্ট আমার উপর প্রভাবিত করেছে........তাও না।
আরো একটা কথা আপনি আবার মনে করবেন না আমি প্রেম বা এই ধরণের কোন ব্যাপার থেকে এগুলো হয়েছে। আসলে কোন নেগেটিভ ধারনা করবেন না। স্রেফ বললাম......হয়তো কিছুই বুঝতে পারবেন না। ................আমি বুঝতে দিবো না ভাই মাফ চাই অনেক কিছু বলে ফেলছি। আর পারুম না।
গতকাল আমারে নিয়ে পোস্টট পড়ে অনেক ভালো লাগলো।
[গাঢ়] কফি হাউসের সেই আড্ডাটা.....মান্নাদে[/গাঢ়]
.............................................
[গাঢ়] ঝরা পাতা [/গাঢ়]
ধুর মিয়া, এই বয়সে যদি মান্না দে-র কফি হাউস নিয়া বিষাদে ভারাক্রান্ত হইয়া যাও শ্রীকান্ত শুনবা কখন। এই গানটা বুড়া বয়সের শোননের লাইগা ব্যাকআপ রাইখা দাও। আমারে দাওয়াত দিও। দুইজন একলগে বইয়া হুনুম।
[গাঢ়] ভাল লাগা পোস্ট (০৩.০৮.০৬--১০.০৮.০৬) [/গাঢ়]
..................................
[গাঢ়] কালপুরুষ [/গাঢ়]
সাব্বির,মাফ চাওয়ার কিছু নাই। আপনি কোন অন্যায় করেননি। বরং আপনার পড়ার আগ্রহ আছে জেনে ভাল লাগলো। আমিও অনেক সময় অনেক লেখা পড়তে পারিনা নানা ব্যস্ততায়। তবে লেখাটা আপনার পছন্দ হইছে জেনে খুশী হলাম।
[গাঢ়] ভাল মানুষের,ভাল কাজের দেখা পাই না কেন? [/গাঢ়]
................................
[গাঢ়] জ্বিনের বাদশা [/গাঢ়]
সাব্বির ভাই,এই দেশের অনেক কিছুই ভাল ... হতাশ হবেন না ... দুইটা মেইন কাজ এখন আমাদের ... সন্ত্রাস আর দূর্নীতি ... আসেন আগে ঐ দুইটা সমস্যাকে ফোকাসড ভাবে মোকাবেলা করি ... প্রথম পদক্ষেপ হতে পারে বিচার বিভাগের স্বাধীনতা ... জোর গলায় আমাদের লেগে থাকা উচিত্ ... ইনশাল্লাহ একদিন বৃষ্টি পড়বেই ...
[গাঢ়] মো: হামিদুর রহমান ছিদ্দিকী [/গাঢ়]
কোথায় যেন পড়েছিলাম, জগত্ থেকে ভাল কে রেখে মন্দকে উড়াইয়া দেওয়া যায় না , তা হলে মন্দ সমেত ভাল উড়িয়া যায় । তবে আমাগ দেশে মন্দের পরিমানটা বেশি, তাই আমাগ এই বেহাল অবস্থা ।
[গাঢ়] আবার নতুন করে শুরু[/গাঢ়]
.................
[গাঢ়] ঝরা পাতা [/গাঢ়]
এসো নতুন দিনের মিছিলে, এসো পথে নামি, এসো উল্লাস করি।
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
[গাঢ়] জলদীপ [/গাঢ়]
প্রত্যেকেই কোন না কোনদিন কাউকে না কাউকে, সবাই সবাইকে হারাবে, হারাবো।
তবু পৃথিবী থেমে থাকেনা কারো জন্য। নিজস্ব নিয়মে এগিয়ে চলে। শুধু স্মৃতি পড়ে রয়। আপন জন হারানোর বেদনা যে হারায়, সেই বুঝে। আপনার জন্য সমবেদনা, নতুন পথে নতুন করে চলার উদ্যম পান, এগিয়ে চলুন।
আমরা আছি তো সাথে।
[গাঢ়] শুভ [/গাঢ়]
সাবিবর,স্বপ্ন দেথতেই হবে!যে দিন মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে দেয়-সে দিনই তার মৃত্যু হয়!!ক্রমশ পরিণত হয়, জীবন্ত একটা লাশ!!আসলে ভোর হয়- ভোরকে কেউ আটকাতে পারে না!
[গাঢ়] পাঁচ লিটারের খ্যাপ মাইরা আসলাম[/গাঢ়]
.........................................
[গাঢ়] চোর [/গাঢ়]
সাব্বিররে আমার টিমে দরকার। বোলিংটা নিয়া আমার সমস্যা নাই। কিন্তু ব্যাটিংয়ে ফর্ম পাইতেছি না। তাই ওয়ান ডাউন পজিশনে অন্য কাউকে চাই।
দলের সবচেয়ে ভালো ওপেনিং ব্যাটসম্যানও এখন বিয়া কইরা অবসর নিছে। সাব্বিরের ব্যাটিং পজিশন কত?
[গাঢ়] একাত্তরের দিনগুলি---জাহানারা ইমাম[/গাঢ়]
............................................
[গাঢ়] শুভ [/গাঢ়]
সাবিবর,অজশ্র ধন্যবাদ দেই আপনাকে বইটা নিয়ে পোস্ট দেয়ার জন্য!আমার মনে হয়, এই অসাধারণ বইটা সবারই পড়া উচিত্- যারা অমত পোষণ করেন, তাদেরও। এই বইটা নিয়ে আমিও একটা পোস্ট দিয়েছিলাম। অন্যর পোস্টে লিংক দিতে লজ্জা করে- কিন্তু মুক্তিযুদ্ধের পোস্ট, তাই লজ্জার মাথা খেয়ে, লিংকটা দিচ্ছি:কারও ভাল লাগলে আমার আনন্দের শেষ থাকবে না। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ খেলা: ২
[গাঢ়] সাদিক মোহাম্মদ আলম[/গাঢ়]
সাব্বির,কাউকে অনুপ্রাণিত করতে পারলে কৃতিত্ত্বটা যে অনুপ্রাণিত হয় তার।
আর আনন্দটুকু আমার।
খুশি হলাম বইটা সম্পর্কে আমার পোস্ট আপনাকে উত্সাহিত করেছে।
[গাঢ়] তোমাদের মাঝে কি কেও আছে এবং যে দিন বন্ধু চলে যাব(উত্সর্গ-- দোস্ত ) [/গাঢ়]
......................................................
[গাঢ়] ঝরা পাতা [/গাঢ়]
দোস্ত,একটু কাজের চাপে আছি তাই ব্লগে সময় দিতে পারছি না। তুমি যে গান দুইটা দিছ দুটাই আমার খুব প্রিয়। অনেক অনেক ধন্যবাদ দোস্ত।
আমি গান লইয়া তোমারে কিছু কই নাই। তোমার প্রথম দিককার দারুন লেখাগুলান আর পাই না বইলায় কইছিলাম আবার যদি লিখতা। আর ব্লগে নানা কিসিমের লোক আছে। একেক লোকের ধর্ম একেক ধরনের, ওসব মাথায় রাইখা কাম নাই। নিজের মতো কইরা লিইখা যাও আর পইড়া যাও দোস্ত।
ভালো থাইকো।
[গাঢ়] আব্বার কাছ থেকে পাওয়া অমূল্য উপহার(৫০তম পোস্ট) [/গাঢ়]
...........................................
[গাঢ়] রাগ ইমন [/গাঢ়]
সাব্বির, কি হলো ? সব কাঁদা ঘাটতে নাই। তুমি কি সেটা একমাত্র তুমিই জানো। আমরা কেউ জানি না। আমি তোমাকে যা ইচ্ছে তাই বলতে পারি, তাই বলে সেটা সত্যি হয়ে যাবে? তোমার নিজের মত থাকো।
শুনো, ব্লগ এর জন্ম যারা দিয়েছেন, তাঁদের ধারনাটা ছিল যে মানুষ যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই লিখবে............ব্লগ হলো একান্ত ব্যক্তিগত পাবলিক ডায়রী। ধরো , কোন মেয়ের ওড়না খসে পড়েছে, তুমি বুঝতে পারছো , ঠিক করা উচিত্ .........কিন্তু সেটা ঠিক করার দায়িত্ব কি তোমার? তুমি যত ভাল মন নিয়েই আগাও, কোন মেয়ে সহ্য করবে তোমার শালীন স্পর্শ? নিজের মত থাকো। নিজের ব্লগে বলে যাও , যা বলতে চাও। আমরা চাই আর না চাই, ভাল মন্দ - সবটুকু নিয়েই সমাজ। ব্লগ , আমাদের সমাজেরই ছবি!সুন্দর যেমন পাবে, সে রকম ভাঙন আর অবক্ষয়ও থাকবে।
মানুষের সবগুলো নোংরা প্রবৃত্তি ও দেখবে। আমি ,বলবো, বরং দেখাটাই ভালো। রঙিন চশমা চোখে লাগিয়ে একটা কাল্পনিক সুখের জগত্ আমাদের দরকার নাই, সত্য রুপটাই জানা দরকার। কোনদিন গেছ বস্তিতে? যাবা কোনদিন? মনে হয় না। তা হলে , বস্তি দেখার সুযোগটা, নিজের গায়ে একটুও কাঁদা না লাগিয়ে, দেখার সুযোগ ছাড়ছো কেন?সমাজকে দেখলে পুরোটাই দেখো .........আংশিক রঙিন দেখো না।
আর, সবচে' শেষে, " একমাত্র তুমিই জানো, তুমি কেমন, তুমি কি......আর কেউ জানবে না, জানা সম্ভব না"। অন্যদের কথার এত মূল্য দেওয়ার আসলে কোন দরকার আছে?
[গাঢ়] অপ বাক [/গাঢ়]
সাব্বির পোষ্টের বিষয়ে কি বলবো, বাবারা যেমন চায় তেমনই বলে, আর ছেলেদের সাথে বাবার দুরত্বের জায়গাটায় অনেকটা অংশ থাকে ব্যক্তিত্বের দ্বন্দ্ব, এই বিষয়টা এড়িয়ে যাওয়ার উপায় নেই, তুমি বাবা হওয়ার পর অলড মডেল হয়ে যাবে সন্তানের কাছে--তবে দুঃখিত হয়েছি ২য় মন্তব্য দেখে- বস্তির মানুষের ভাষা বলে যাকে বিশেষায়িত করলে সেটা একদল প্রান্তি মানুষের প্রতি অসম্মান। এখানে গালির প্রতিযোগিতা হচ্ছে, তবে উস্কানিটাও কম না, অযথা উস্কানি দেওয়ার কারনে তিল থেকে তাল হচ্ছে এবং গোত্র প্রীতি বলে একটা বিশেষ শব্দও আছে, বিশেষন হিসেবে ব্যাবহৃত হওয়া শব্দ, মুক্ত চিন্তা, তোমার ভাষায় ব্যাবহৃত বস্তির লোকেদের ভাষা- এসব বিশেষন লাগিয়ে সমস্যার সমাধান হবে না। দুঃখ পাওয়ার কিছুই তো নেই, তোমার ভাষায় বস্তির মানুষের চেয়ে অনেক নোংরা ভাষার চর্চা এবং নোংরা জীবন যাপ্#24
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।