সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ঠাঁই পেয়ে যাই তোর কবিতায় অলক্ষ্যে লাল রক্তে বিদ্রোহী ব্যাথা সারা বেদনায় অঙ্গে জড়ালো ভক্তে ! হারিয়ে যাওয়ার দিনগুলিকে বুকের ভেতর ধরি জনহীনতার লালাময় হাতে প্রতিশোধ অঙ্গুরী! যুদ্ধের দিন দুনিয়ার খুন মায়া কপালের টিপ তরুন শহীদ কাঁচা লালে তার রাঙিয়েছে এই দ্বীপ! ঠাঁই পেয়ে গেলে কবিতার গায়ে দস্যুদলের মত নোখ ভাঙা ঐ হিংসুটে জীব সত্যি বেদনাহত! ডাকাতের মত লুট করে গেলে তোর কবিতার হাত শোধ তুলে নিস জোর করে কেড়ে সমস্ত সুখ রাত! শেকল কাটার গল্পটাকে শ্রেফ ভেবে নিস ভুল কবিতার সাথে দুনিয়ার বানী ঠাঁই পেয়ে অপ্রতুল! অ:ট: বাপরে ! ভেতরের বিদ্রোহ প্রকাশ করার জন্য এমন কঠিন পথ বেছে নেয়া আসলেই বোকামী হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।