আলোকিত জীবন বাংলা ভাষায় ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা বিষয়ভিত্তিক আলোচনা
আলোচক: মরহুম রাফিক বিন সাঈদী
আলোচ্য বিষয়: ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা ১ম পর্ব
ইসলাম আরবী শব্দ। এর আভিধানিক অর্থ অনুগত হওয়া, আনুগত্য করা, আতœসমর্পন করা, শান্তির পথে চলা ও মুসলমান হওয়া। শরী‘আতের পরিভাষায় আল্লাহর অনুগত হওয়া, আনুগত্য করা ও তার নিকট পূর্ন আত্মসমর্পন করা; বিনা দ্বিধায় তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেয়া বিধান অনুসারে জীবন যাপন করা। আর যিনি ইসলামের বিধান অনুসারে জীবন করেন, তিনি হলেন মুসলিম বা মুসলমান।
ইসলাম আল্লাহর তা‘আলার মনোনিত একমাত্র দীন-একটি পূর্নাঙ্গ ও পরিপূর্ন জীবন ব্যবস্থা।
দোলনা থেকে কবর পর্যন্ত এ ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবন যাপন করতে হয়। ইসলামে রয়েছে সুষ্ঠু সমাজ , রাষ্ট্র ও অর্থ ব্যবস্থা। রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা। মানব চরিত্রের উৎকর্ষ সাধন, ন্যায়নীতি ও সুবিচার ভিত্তিক শান্তি -শৃংখলাপূর্ন গতিশীল সুন্দর সমাজ গঠন ও সংরক্ষণে ইসলামের কোন বিকল্প নেই , হতেও পারে না। পবিত্র কোরআনে আল্লাহ্ তা‘আলা বলেছেন,
“ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত দীন।
” – (সূরা আলে ইমরান, ৩:১৯)
সম্মানিত পাঠক, মরহুম মাওলানা রাফিক বিন সাঈদী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরআনের আলোচনায় নিজেকে নিয়োযিত রাখতেন। মহান আল্লাহ তার প্রিয় বান্দাহকে নিয়ে গেছেন। যা হোক তিনি তার এইটুকু বয়সে অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন আর রেখে গেছেন বিভিন্ন জ্ঞানগর্ব আলোচনা। যার একটির প্রথম অংশ আপনাদের সাথে শেয়ার করলাম।
http://alokitojibon.com/?p=1622 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।