আমাদের কথা খুঁজে নিন

   

একটি অসাধারণ গানের লিরিক্স "Oporagota "

....,....... """""""""""" Oporagota """""""""" দেয়াল গুলো হঠাৎ যেন আয়না মুখটা কোথাও লুকানো তো যায় না .... আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী অপরাগতার সাথে আমার নতুন হলো সুঙ্গি। । । ঘুম উড়ে যায় কর্পূর হয়ে দুচোখ থেকে, সোজা পথটা হঠাৎ করেই যাচ্ছে বেঁকে কে যেন কে বলছে আমায় তোমার নেই তো ক্ষমা অনুশোচনার একটা পাহাড় হচ্ছে বুকে জমা ... আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী অপরাগতার সাথে আমার নতুন হলো সঙ্গি। ।

। । নীল হয়ে যায় নিষ্ঠুর কালো চারিপাশ,, আমি নষ্ট নীরব কষ্ট ,কষ্টে হাসে কে যেন কে দিচ্ছে আমায় অভিশাপের জ্বালা পৃথিবী যেন বলছে আমায় পালা এবার পালা। । ।

আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী অপরাগতার সাথে আমার নতুন হলো সঙ্গি। । । ✘✘✘✘✘✘শেষ ✘✘✘✘✘ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.