আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছোট লেগুনা, একটি ছোট প্রাণ

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P ঢাকাশহরে এক অদ্ভুত যান চলে। এর নাম লেগুনা। যানবাহন স্বল্পতার ঘোলাপানিতে ভালই মাছ শিকার করছে এ যানগুলো। কখনো কি খেয়াল করেছি লেগুনা নামক গাড়িগুলোতে কারা হেল্পার। কে গাড়িটির পেছনে একটি সংকীর্ণ জায়গায় পা রেখে সারাক্ষন ঝুলে থাকে? একটা শিশু।

এই দেশে একদিন শিশুশ্রম বন্ধের কথা বলা হত। শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা যাবে কি যাবেনা তা নিয়ে অনেক বিতর্ক ও হয়েছে। আমার এই ব্লগ শিশুশ্রম নিয়ে নয়। এই লেখাটি হল সেই ম্লান মুখের শিশুটির জন্য যার শৈশব এর একটা বড় অংশ কেটে গেছে "ডাইরেক্ট রেলগেট, ডাইরেক্ট রেলগেট ফকিরাপুল যাইব না" বলতে বলতে। এই শিশুটি হয়ত সেই সকাল থেকে লেগুনার পিছনে ঝুলে আছে, আমি বলছি না একে তার কাজ থেকে অব্যাহতি দিতে, আমি বলছি না নায়কোচিত ভাবে তাকে কিছু অতিরিক্ত টাকা দিয়ে বলতে "বাবা তুমি কিছু খেও", আমি বলছি না যে ফলের ঝুড়িটি নিজের বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি সেখান থেকে তাকে একটা ফল দিতে, আমি বলছি না এই শিশুটির সাথে আদর মাখা গলায় কথা বলতে যেমনটি আমরা বলি নিজের কিংবা কোন আত্মীয়ের সন্তানদের সাথে।

বলছি না শিশুটিকে অনেক সুন্দর একটা শৈশব উপহার দিতে। আমি শুধু বলছি শিশুটিকে মানুষ হিসেবে দেখতে। কয়েকটি সত্যি ঘটনা বলি। ১. একদিন গুলিস্থান থেকে লেগুনা উঠেছি। একজন মধ্যবয়স্ক লোককে লেগুনার "পিচ্চি" কি বলেছিল আমি শুনি নি।

কিন্তু সেই কথাটি তার কাছে পুরোদস্তুর বেয়াদপী বলে মনে হল। ফকিরাপুল গিয়ে যখন শিশুটি ভাড়া চাইল তখন তিনি বলে উঠলেন "আমি তো সবার আগে ভাড়া দিসি" তার মুখে একটা ক্রুর হাসি। লেগুনার মধ্যে থাকা ৯টা-৫টা অফিস করে নিজের ফ্যামিলির কাছে ছুটে যাওয়া অনেকেই কিছুক্ষন পর সেই ক্রুর হাসিতে যোগ দিলেন। শিশুটি অসহায় বোধ করতে লাগল। আমি একটু পরেই নেমে যাই।

সেই লোকটি ভাড়া দিয়েছিল কিনা জানি না ২. কোন অফিস করা লোক নয়। এবার এক খেটে খাওয়া লোকের কথা বলি। তিনি ২ টাকা কম ভাড়া দেয়ার জন্য এই পৃথিবীর সবচেয়ে নিচে নামতেও রাজি আছেন। তার কম ভাড়া দেয়ার বেপারটা যে সবসময় যৌক্তিক তা নয়। বিশেষ করে ভাড়া যদি চাইতে আসে লেগুনার "পিচ্চি" টার মত কোন শিশু তাহলে এই শ্রেণীর মানুষ এর ভাব অনেকটা "ভাড়া কম দিমু, পারলে কিছু কর" টাইপের।

৩. আমরা যারা পড়াশুনা করছি তারাও কি পিছিয়ে আছি? না। আমাদের হাতিয়ার "আমরা ছাত্র" বাবা মাকে না বলেও আমরা অনেকেই আজকাল আইফোন, আইপ্যাড পেয়ে যাই। যে ছোট শিশুটির সমগ্র শৈশব কেটে গেল আপনার আমার ব্যাঙ্গ বিদ্রুপ আর তার "মালিকের" শোষণ নিপীড়নের যাঁতাকলে যখন তাকে আমরা হাফ ভাড়া দেই, কিংবা দিতে জোরাজুরি করি তখন কি একবার এর জন্যও আমাদের মনে হয় না পকেটের আইফোনটা আজ এই শিশুটির কাছেও থাকতে পারত। না আমাদের আইফোন এর সুন্দর শব্দ আমাদের বিবেককে ঢেকে দেয়। ৪. "আফিসে বসের ঝাড়ি খেয়েছেন? সংসার চালাতে চালাতে ক্লান্ত? জীবনে কোথাও দাম পাচ্ছেন না? কোন সমস্যা নেই।

উঠে পড়ুন লেগুনাতে। কোন না কোন ছুতো খুজে লেগুনার "পিচ্ছি"টাকে ঝাড়ুন। তাকে নিয়ে রসিকথা করুন। তার বাবা-মা আর সে যে বেপারে আহত হবে তা নিয়ে তাকে বিদ্রুপ করুন। খুব দ্রুত দেখবেন আপনার মত জীবন যুদ্ধের আরো পরাজিত সৈনিক আপনার সাথে যোগ দিয়েছে।

" ৯টা-৫টা জীবনের ঘানি টেনে বাসায় ফেরার পথে লেগুনার এই ছোট্ট প্রাণীটি আমাদের বিনোদনের উপকরণে পরিনত হয়। সারা দিনের যত ক্ষোভ, অভিমান, গ্লানি আমরা ঝাড়ি এই শিশুটির উপর। যেন সে আমাদের অনুভুতির ডাস্টবিন। বাংলাদেশের আর সব ডাস্টবিনের মত শিশুটিও অধিক ব্যাবহারে দিন দিন মলিন হয়ে পড়ে। তার চোখে-মুখে কেমন যেন একটা বার্ধক্যের ছাপ পড়ে।

একবার কি আমরা ভেবে দেখেছি শিশুটির চোখে আমরা এই দেশের ভবিষ্যৎ দেখার কথা ছিল। বলা যায় না আমরা হয়ত তাই দেখছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.