চাই। ভাত খাই ,মাছ খাই গোস্ খাই আমার তবু খিদে পায় দিবা নিশি ফার্ষ্টফুড, রিচ্ ফুড দেশি কিবা বিদেশী খেয়েছি সব কিছুই একটু বেশী বেশী। খিদে তবু থেকে গেছে উদরটা পড়ে আছে খালি শুনে হয়তোবা দেবে তোমরা হাত-তালি। এখন তাই খাবো'না আর কোন নরমাল খাবার জমা-জমি ,গড়,টিলা পাহাড় বনভূমি ,সমভূমী পড়ে থাকা খাস জমি খেয়ে খেয়ে করবো সাবার। বসুন্ধরা ,যমুনা ,সাহারা যদি মাটি পায় খেতে, আমিও মেটাবো খিদে দোষটা কি এতে? বনথেকে কাঠ খাবো বিচ থেকে বালী মিটতেও পারে খিদেটা পেট টাও থাকবেনা খালি! জল পিয়ে মেটেনা পিয়াস বুকটা মরূভূমী তাই এবার নদি খাবো, খাল-বিল জলা হয়তোবা হবে এতেও মিটবেনা পিয়াস আমার সাগরটা আছে মোটামুটি জলের আধার, হোক না লোনা তবুতো জল। এতো কিছু খেয়েও যদি পেট না ভরে! পৃথিবিটাই জানাবে বিদায় আমায় চিরতরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।