ঐ দূর আকাশের সাদা মেঘেরা আজ হঠাৎ করে কালো হয়ে দিনটাকে করেছে অন্ধকারময় । কিন্তু আমি জানি এ অন্ধকার শুধু অন্ধকার নয় – এর মাঝে আছে লুকানো একরাশ হতাশা । এ হতাশা কার আমরা তা জানি না । হতে পারেতা আমার আবার তোমারও হতে পারে সেটা । তাই কালো মেঘ আজ বর্ষণ করে দূর করে দিচ্ছে সব হতাশা , বয়ে আনছে আনন্দ । সে জন্য আমাদের উচিত হতাশা ঝেড়ে ফেলে দিয়ে ঐ শুভ্র মেঘেদের মতো হয়ে যাওয়া । (০৫/১০/১০; মিরপুর ঢাকা – ১২১৬ )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।