আমাদের কথা খুঁজে নিন

   

শুভ্র

কলপনার মাঝে ভেসে আছি

শুভ্র তোমার মুখের হাসি ফুটায় খালি আলোর রাশি, শুভ্র তোমার চোখের চাহনি ঘটায় মনে,অজানা এক কাহিনী, শুভ্র তোমার কথার বুলি ভাবিয়ে তুলে মাথার খুলি। শুভ্র তুমি তাকিয়ে দেখো কল্পনায় এবার আমায় আঁকো। শুভ্র তুমি বাইরে তাকাও, দেখতে পাবে বৃষ্টির ধারা করছে আমায় ইশারা। শুভ্র চল এমন দিনে, তোমার আমার কথা,সাজিয়ে রাখি সুরের বীনে। উৎসর্গ:শুভ্র মনের সকলকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।